IND vs ENG: ‘চূড়ান্ত লজ্জা…’, কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য বেন স্টোকসের

India Vs England 1st Test: আইপিএলের সময়ই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ক্যাপ্টেন রোহিত শর্মা। কয়েক দিনের মধ্যে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ইংল্যান্ড ক্যাপ্টেনের আরও বিরাট মন্তব্য।

IND vs ENG: চূড়ান্ত লজ্জা..., কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য বেন স্টোকসের
Image Credit source: Mike Egerton/PA Images via Getty Images

Jun 18, 2025 | 7:59 PM

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে চূড়ান্ত হতাশা। ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস বলছেন, লজ্জা! ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। শুক্রবার লিডসে তার বোধন। দু-দল পুরোদমে প্রস্তুতি সারছে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এই সিরিজ মিশ্র অনুভূতির। এক দিকে যেমন তরুণ ব্রিগেডকে নিয়ে প্রত্যাশা, তার চেয়ে বেশি হতাশা রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই কিংবদন্তির না থাকা। আইপিএলের সময়ই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ক্যাপ্টেন রোহিত শর্মা। কয়েক দিনের মধ্যে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ইংল্যান্ড ক্যাপ্টেনের আরও বিরাট মন্তব্য।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। যদিও সদ্য সমাপ্ত সংস্করণে মিস হয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়াতেও টেস্ট সিরিজ হার। এতেই ফাইনালে ওঠা হয়নি ভারতের। ইংল্যান্ড সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন পর্ব শুরু করছে ভারতীয় দল। তার আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস মন্তব্য করেছেন যে, এটা তাদের কাছে লজ্জার, টেস্ট খেলবেন, কিন্তু প্রতিপক্ষ টিমে নেই বিরাট কোহলি!

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পোস্ট করা এক ভিডিয়োতে ক্যাপ্টেন বেন স্টোকস বলেন, ‘ভারত লড়াইটা মিস করবে। বিরাটের প্রতিদ্বন্দ্বী মানসিকতা, জেতার অদম্য খিদে। ১৮ নম্বর জার্সিটা বিরাটের জন্যই পরিচিত হয়ে উঠেছে। এই নম্বরটা ভারতের অন্য যে কেউ পরলে আমাদেরও অস্বস্তি হবে। দীর্ঘ সময় ধরে বিশ্ব ক্রিকেটে নিজের ক্লাস দেখিয়ে গিয়েছে।’

বেন স্টোকস আরও খোলসা করেন, ‘অবসর নেওয়ার পর আমিও ওকে মেসেজ করেছিলাম। জানিয়েছিলাম, এটা আমাদের কাছে চূড়ান্ত লজ্জার হতে চলেছে যে ওর বিরুদ্ধে খেলার সুযোগ পাব না। কারণ, বিরাটের বিরুদ্ধে খেলতে আমরা সকলেই পছন্দ করি। এর অন্যতম কারণ, মাঠে আমাদের মানসিকতা পুরোপুরি মিলে যায়। খেলার মাঠকে আমরা যুদ্ধের ময়দান গড়ে তুলেছিলাম।’