Shreyanka Patil: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অনবদ্য, শিরোনামে ‘আরসিবি’র ক্রিকেটার
Indian Women's Cricket: স্পেশালিস্ট ব্যাটার নন। তাই বলে কি বিরাট কোহলিকে অনুসরণ করা যাবে না? শ্রেয়াঙ্কার ক্ষেত্রে একেবারেই নয়। বেঙ্গালুরুর ক্রিকেটার। সেই শহরের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ। আইপিএলের সৌজন্যে বেঙ্গালুরুও বিরাট কোহলির শহর। উইকেট কিংবা ক্যাচ নিয়ে বিরাটের নানা সেলিব্রেশন দেখা যায় শ্রেয়াঙ্কারও। দেশের হয়ে খেলা বলতে, আপাতত এমার্জিং এশিয়া কাপ। ভারত এ দলের হয়ে হংকংয়ের বিরুদ্ধে তাঁর বোলিং স্পেল ঈর্ষণীয়।

কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়তে পারলে বিশ্বের বিভিন্ন লিগে খেলার সুযোগ মেলে। ভারতীয় মহিলা ক্রিকেটে এতদিন মূলত এই চিত্রটাই দেখা গিয়েছে। স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজরা বিগ ব্যাশ, হান্ড্রেডের মতো টুর্নামেন্টে খেলেছেন। সেই সুযোগটা এসেছে দেশের সিনিয়র দলে খেলার পর। শ্রেয়াঙ্কা পাটিলের ক্ষেত্রে বিষয়টা অন্য। ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। এরপরই সুযোগ আসে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সুযোগ পান। সেখানেও অনবদ্য। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ। অনবদ্য পারফরম্যান্সে জাতীয় দলে কড়া নাড়ছেন শ্রেয়াঙ্কা পাটিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে অন্যতম আবিষ্কার ছিল শ্রেয়াঙ্কা পাটিল। দল হিসেবে সাফল্য পায়নি স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে শ্রেয়াঙ্কার পারফরম্যান্স দাগ কেটেছিল। মূলত অফস্পিনার হলেও ব্যাটের হাত খুবই ভালো। তাঁকে অলরাউন্ডার বলতেও অত্যুক্তি হয় না। আরসিবির হয়ে ৭ ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। লোয়ার অর্ডারে ব্যাট করেন। উইমেন্স প্রিমিয়ার লিগে ১৫০-র ওপর স্ট্রাইকরেটে করেছেন ৬২ রান।
স্পেশালিস্ট ব্যাটার নন। তাই বলে কি বিরাট কোহলিকে অনুসরণ করা যাবে না? শ্রেয়াঙ্কার ক্ষেত্রে একেবারেই নয়। বেঙ্গালুরুর ক্রিকেটার। সেই শহরের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ। আর আইপিএলের সৌজন্যে বেঙ্গালুরুও বিরাট কোহলির শহর। উইকেট কিংবা ক্যাচ নিয়ে বিরাটের নানা সেলিব্রেশন দেখা যায় শ্রেয়াঙ্কারও। দেশের হয়ে খেলা বলতে আপাতাত, এমার্জিং এশিয়া কাপ। সেখানেও নজর কেড়েছেন। ভারত এ দলের হয়ে হংকংয়ের বিরুদ্ধে তাঁর বোলিং স্পেল ঈর্ষণীয়। ৩ ওভারে ১টি মেডেন সহ মাত্র ২ রান দিয়ে ৫ উইকেট!
মেয়েদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অনবদ্য পারফরম্যান্সের জেরেই শিরোনামে শ্রেয়াঙ্কা পাটিল। পাঁচ ম্যাচে তাঁর ঝুলিতে ৯ উইকেট। এর মধ্যে এক ম্যাচে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন। ক্যারিবিয়ানে শুধু সাফল্যই নয়, তাঁর প্রাপ্তি আরও অনেক। কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বসিত শ্রেয়াঙ্কা। সামনেই ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ মরসুম। ঘরের মাঠে ভারতীয় দলেরও নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিনিয়র দলের দরজা খুলতেই পারে! তারই অপেক্ষায় শ্রেয়াঙ্কা।





