
আইপিএলের মাঝেই হঠাৎ টেস্ট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। তারপর থেকেই সূত্র মারফত বিরাটেরও অবসরের সম্ভাবনার কথা জানা যাচ্ছিল। আশঙ্কাই সত্য়ি। অবসর নিয়েছেন বিরাট কোহলিও। দু’জনের অবসরের কারণে টেস্ট টিমে অভিজ্ঞতার নিরিখে শূন্যস্থানও তৈরি হয়েছে। তাঁদের অবসর নিয়ে পোস্টের ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন জায়গায় এই নিয়ে মুখ খুলেছেন বিশেষজ্ঞরাও। অবসর সিদ্ধান্ত ঘোষণার আগে রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বিরাট। কী কথা হয়েছিল? খোলসা করলেন রবি শাস্ত্রী।
কোচ রবি শাস্ত্রী এবং ক্যাপ্টেন বিরাট কোহলি জুটিতেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়েছিল ভারত। রবি শাস্ত্রীকে মেন্টর মনে করেন। বিরাটকে খুব ভালো বোঝেন রবি শাস্ত্রী। অবসর সিদ্ধান্ত নেওয়ার আগে তাই শাস্ত্রীর সঙ্গেই পরামর্শ করেছিলেন। ঠিক কী কথা হয়ছিল প্রাক্তন কোচের সঙ্গে? ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ক্যাপ্টেন-কোচ জুটি ছিলেন কোহলি এবং শাস্ত্রী। আইসিসি রিভিউতে রবি শাস্ত্রী বলেছেন, ‘অবসরের প্রায় এক সপ্তাহ আগে বিরাটের সঙ্গে ওই বিষয়ে আমার কথা হয়। তখন ওর মাথায় বিষয়টা স্পষ্ট ছিল যে ও ওর সবটা দিয়ে দিয়েছে। আমি এই বিষয়ে দু-একটা প্রশ্ন করি। ওর উত্তর শুনে আমার মনে হয়েছিল যে ওর মনে এই নিয়ে কোনও সন্দেহ নেই। যা আমাকেও ভাবতে বাধ্য করেছে যে এটাই বোধহয় সঠিক সময়।’
কোহলির ক্রিকেট নিয়ে দায়বদ্ধতার কথাও বলেছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘ও মাঠে নেমে নিজের ১০০ শতাংশ দিতে চায়। একজন খেলোয়াড় মাঠে নেমে তাঁর ভুমিকাটুকু ভালো করে পালন করতে চায়। কিন্তু বিরাট মাঠে নেমে এমনভাবে খেলে, যেন ওকেই সব উইকেটও নিতে হবে, নিজেকেই সব ক্যাচও নিতে হবে, আর মাঠের সমস্ত সিদ্ধান্তও নিতে হবে। দলের সঙ্গে এতটা জড়িয়ে থাকার পর ব্রেক না নিলে খেলার উদ্যম কোথাও নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়।’