T20 World Cup 2021: বিরাটের মন্তব্যে হতাশ জাদেজা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 03, 2021 | 2:32 PM

কোহলির এই মন্তব্য প্রসঙ্গে জাদেজা বলেন, 'আমি বিরাটের মন্তব্য শুনেছি। ও বলেছে, শুরুতেই ২ উইকেট হারাতে ভারত চাপে পড়ে যায়। তখনই ম্যাচে পিছিয়ে পড়ে। এই মন্তব্যে আমি হতাশ। বিরাট কোহলির মতো ব্যাটার যখন ক্রিজে রয়েছে, সেখানে ম্যাচ শেষ হওয়ার কোনও ভাবনাই আসে না। এমন কি তখনও দুটো বলও খেলেনি ও। আর তার মধ্যেই ভেবে ফেলল ম্যাচটা হাতছাড়া হচ্ছে। ওর এই মন্তব্য ভারতীয় দলের শরীরী ভাষা প্রকাশ করে।'

T20 World Cup 2021: বিরাটের মন্তব্যে হতাশ জাদেজা
বিরাট কোহলি ও অজয় জাদেজা। ছবি: টুইটার

Follow Us

দুবাই: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১০ উইকেটে হার ভারতের। বিশ্বকাপের আসরে প্রথম বার চিরশত্রুর কাছে হারল ভারতীয় দল। ভারতের হার নিয়ে সমালোচনার ঝড় বইছে বিশেষজ্ঞমহলে। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের পারফরম্যান্সে অখুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। রবিবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে পরবর্তী ম্যাচে নামবেন বিরাটরা। এই ম্যাচটা কার্যত ডু অর ডাই ভারতের কাছে।

পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর বিরাট কোহলি (Virat Kohli) সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, ‘পাকিস্তান আমাদেরকে আজ দাঁড়াতেই দেয়নি। সমস্ত বিভাগেই ওরা আমাদের টেক্কা দিয়েছে। শুরুতেই আমরা ২ উইকেট হারাই। তখনই আমরা ম্যাচে অনেকটা চাপে পড়ে যাই। পিছিয়ে পড়ি।’ বিরাটের এই মন্তব্যকে মেনে নিতে পারেননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা (Ajay Jadeja)। কোহলির এই মন্তব্য প্রসঙ্গে জাদেজা বলেন, ‘আমি বিরাটের মন্তব্য শুনেছি। ও বলেছে, শুরুতেই ২ উইকেট হারাতে ভারত চাপে পড়ে যায়। তখনই ম্যাচে পিছিয়ে পড়ে। এই মন্তব্যে আমি হতাশ। বিরাট কোহলির মতো ব্যাটার যখন ক্রিজে রয়েছে, সেখানে ম্যাচ শেষ হওয়ার কোনও ভাবনাই আসে না। এমন কি তখনও দুটো বলও খেলেনি ও। আর তার মধ্যেই ভেবে ফেলল ম্যাচটা হাতছাড়া হচ্ছে। ওর এই মন্তব্য ভারতীয় দলের শরীরী ভাষা প্রকাশ করে।’

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৫৭ রান করেন বিরাট কোহলি। একটা সময় ভারতের স্কোর ৬ রানে ২ উইকেট হলেও, সেখান থেকে দলকে ১৫১ রানে টেনে নিয়ে যান বিরাট। যদিও ভারতীয় বোলাররা কোনও ছাপই ফেলতে পারেননি। মহম্মদ রিজওয়ান-বাবর আজম আজম ওপেনিং জুটি কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যান। পাকিস্তান দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে হারায়। নক আউটের পথে পা বাড়িয়ে রেখেছেন বাবর আজমরা। অন্যদিকে ভারতের ডু অর ডাই ম্যাচ রবিবার। গত ১৮ বছরে নিউজিল্যান্ডকে আইসিসির টুর্নামেন্টে হারাতে পারেননি কোহলিরা। এ বার না হারাতে পারলে কার্যত ছুটি হয়ে যাবে।

 

আরও পড়ুন: T20 World Cup 2021: ‘আমি বর্ণবিদ্বেষী নই’, ক্ষমা চেয়ে বললেন কুইন্টন ডি’কক

Next Article