
কলকাতা: জগমোহন ডালমিয়া। বাংলার অন্যতম দক্ষ ক্রীড়া প্রশাসক। দেশ তথা বিশ্বের দরবারে ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার সুখ্যাতি নতুন কিছু নয়। এখনও তাঁর অভাব অনুভব করে বাংলার ক্রিকেট সংস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ডে একটা সময় দাপট দেখিয়েছেন। ১০ নম্বর আলিপুর রোডের বাড়ি থেকেই একটা সময় ভারতীয় ক্রিকেটের ব্যাপ্তি শুরু হয়। ৩০ মে ১৯৪০ সালে জন্মগ্রহণ করেছিলেন। ১০ বছর হয়ে গিয়েছে, তিনি প্রয়াত হয়েছেন। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর মারা যান ময়দানে সকলের প্রিয় জগুদা। সেই জগমোহন ডালমিয়ার জন্মদিবসে বিশেষ শ্রদ্ধা নিবেদন করলেন বিশ্বরূপ দে। বর্তমানে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেও, ক্রীড়া প্রশাসক হিসেবেই সুখ্যাতি অর্জন করেছেন বিশ্বরূপ। জগমোহন ডালমিয়ার অন্যতম শিষ্য ছিলেন সিএবির প্রাক্তন যুগ্মসচিব।
গুরুকে শ্রদ্ধা জানাতে কুমারটুলির মৃৎশিল্পী মিন্টু পালের কাছে জগমোহন ডালমিয়ার একটি সুনিপুণ পূর্ণাবয়ব মূর্তি তৈরির অনুরোধ জানান বিশ্বরূপ দে। কুমারটুলির সেই মৃৎশিল্পী একেবারে অবিকল সেই মূর্তি গড়ে তোলেন। মূর্তি তৈরির কাজ এখনও সম্পন্ন না হলেও, অনেকটাই তৈরি। আর সেই মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাই জানান বিশ্বরূপ।
মৃৎশিল্পী মিন্টু পাল বলেন, ‘আমরা প্রথমে মাটির কাজ সম্পন্ন করেছি। এর উপর ধাতুর কাজ হবে। কয়েকদিনের মধ্যেই তা শেষ হয়ে যাবে।’
ইডেন গার্ডেন্সে জগমোহন ডালমিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অনেকে। ১০ নম্বর আলিপুর রোডের বাড়ির পাশাপাশি ব্যাটরা ক্লাবেও জগমোহন ডালমিয়ার ছবিতে শ্রদ্ধা জানান ক্রিকেট অনুরাগীরা।