Ashes 2021-22: ১০০ বার অপরাজিত, বিরল কীর্তি অ্যান্ডারসনের
টেস্টে ১০০ বার অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন। বিশ্ব ক্রিকেটে এই ইতিহাস আরও কারও দখলে নেই। আজ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ রানে অপরাজিত থাকেন তিনি। এরই সঙ্গে নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ইংল্যান্ডের স্পিডস্টার। ২৩৪ ইনিংসে ১০০ বার নট আউট থাকার অনন্য নজির গড়লেন অ্যান্ডারসন। তাঁর ধারে কাছে কেউ নেই। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার কোর্টনি ওয়ালস (Courtney Walsh) ৬১ বার অপরাজিত থেকেছেন। মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan) অপরাজিত ছিলেন ৫৬ বার।
অ্যাডিলেড: বোলার জেমস অ্যান্ডারসনের (James Anderson) অনেক কীর্তি দেখেছে ক্রিকেটবিশ্ব। টেস্টে ৬৩৫ (635) উইকেট ইংল্যান্ডের পেসারের ঝুলিতে। বিশ্ব ক্রিকেট ইতিহাসে একমাত্র পেসার যাঁর ঝুলিতে এতগুলো উইকেট। অভিজ্ঞ ও বর্ষীয়ান বোলার জিমি অ্যান্ডারসন এখনও বল হাতে আগুন ঝরান। তবে ব্যাটার অ্যান্ডারসনের কীর্তিও কম কিছু নয়। বিশ্ব ক্রিকেটে নয়া নজির ব্যাটার জেমস অ্যান্ডারসন।
টেস্টে ১০০ বার অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন। বিশ্ব ক্রিকেটে এই ইতিহাস আরও কারও দখলে নেই। আজ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ রানে অপরাজিত থাকেন তিনি। এরই সঙ্গে নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ইংল্যান্ডের স্পিডস্টার। ২৩৪ ইনিংসে ১০০ বার নট আউট থাকার অনন্য নজির গড়লেন অ্যান্ডারসন। তাঁর ধারে কাছে কেউ নেই। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার কোর্টনি ওয়ালস (Courtney Walsh) ৬১ বার অপরাজিত থেকেছেন। মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan) অপরাজিত ছিলেন ৫৬ বার। ইংল্যান্ডের বব উইলিস (Bob Willis) ৫৫ বার নট আউট ছিলেন।
It’s a unique Test ? for @jimmy9! ?
He is now the first batter to have remained not out hundred times in the longest format ? #Ashes
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 18, 2021
২০০৩ সাল থেকে খেলছেন জেমস অ্যান্ডারসন। ১৬৬ টেস্টে এখন পর্যন্ত তাঁর সংগ্রহ ১ হাজার ২৪৯ রান। সর্বোচ্চ ৮১ রান। তবে বোলার অ্যান্ডারসনের ঝুলিতে এখনও অবধি রয়েছে ৬৩৫ উইকেট। ৩১ বার ৫ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: Indian Cricket: ‘বিরাট খুব ঝগড়ুটে’, সৌরভের মন্তব্যে আবার শুরু বিতর্ক