Pakistan Cricket, PSL: ক্রিকেট নাকি পার্লার? পিএসএলে সেঞ্চুরি করে হেয়ার ড্রায়ার পেলেন ক্রিকেটার!

Pakistan Cricket Board: দেশের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। কিন্তু না আছে পরিকাঠামো, না আছে সর্বাঙ্গসুন্দর করার ভাবনা। এতেই শেষ নয়, পাড়ার ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টে যেমন ফ্রিজ়, ওয়াশিংমেশিন দেওয়া হয়, পিএসএলেও চালু হয়েছে সেই নিয়ম! যা নিয়ে কার্যত হাসাহাসি চলছে।

Pakistan Cricket, PSL: ক্রিকেট নাকি পার্লার? পিএসএলে সেঞ্চুরি করে হেয়ার ড্রায়ার পেলেন ক্রিকেটার!
Image Credit source: X

Apr 14, 2025 | 5:53 PM

কলকাতা: দেশের আর্থিক অবস্থা খুব খারাপ। দৈনদশা ক্রিকেটেরও। এই পরিস্থিতিতে পুরস্কার আর কীই বা দিতে পারে? তাই বলে হেয়ার ড্রায়ার? ক্রিকেট টুর্নামেন্ট নাকি বিউটি পার্লারে প্রতিযোগিতা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই। আসলে পাক ক্রিকেট মানে এমনই আশ্চর্য ঘটনা। অতীতেও যা দেখা গিয়েছে। এ বারও তাই ঘটল। দেশের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। কিন্তু না আছে পরিকাঠামো, না আছে সর্বাঙ্গসুন্দর করার ভাবনা। এতেই শেষ নয়, পাড়ার ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টে যেমন ফ্রিজ়, ওয়াশিংমেশিন দেওয়া হয়, পিএসএলেও চালু হয়েছে সেই নিয়ম! যা নিয়ে কার্যত হাসাহাসি চলছে।

২২ মার্চ ভারতে শুরু হয়েছে আইপিএল। এরই মাঝে পাকিস্তানে শুরু হয়েছে পিএসএল। এই পিএসএলেই অদ্ভুত পুরষ্কার দেওয়া হল এক সেঞ্চুরিয়নকে। ওই পুরস্কার দেখে হাহা করে হেসেই ফেললেন ব্যাটসম্যান। সেই ভিডিও ভাইরাল হতেই পিএসএলের মান সম্মান ধুলোয় মিশেছে। ১২ এপ্রিল শনিবার পিএসএলে ছিল তৃতীয় ম্যাচ খেলা। মুলতান সুলতান এবং করাচি কিংসের মধ্যে। রিজওয়ানের শতরানের সাহায্যে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে মুলতান। জবাবে জেমস ভিন্সের ১০১ সৌজন্যে ২৩৩ রান তাড়া করে জেতে করাচি।

ইংল্যান্ডের জেমস ভিন্সকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। করাচি কিংসও ভিন্সকে সেঞ্চুরির জন্য সম্মানিত করে। ড্রেসিং রুমের ভিতরে ভিন্সকে সম্বর্ধনা দেওয়া হয় টিমের তরফে। সেখানেই পুরস্কার হিসেবে তাঁর হাতে একটি হেয়ার ড্রায়ার তুলে দেওয়া হয়। পুরস্কার দেখে হেসে খুন ভিন্স। এর ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে মুলতান। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই এটি নিয়ে মজা শুরু করে নেটিজেনরা। একজন লিখেছেন, যদি খেলোড়ারটির মাথায় চুল না থাকত, যদি টাক থাকত, তাহলে কী পুরস্কার দেওয়া হত? আর একজন বিশ্বাস না করতে পেরে প্রশ্নই করে বসেছেন, ওটা হেয়ার ড্রায়ার নাকি অন্য কিছু?