Ranji Trophy 2024-25: ভরাডুবি অব্যাহত, ভারতের পর হারল সুপারস্টার রোহিতের মুম্বইও!

Mumbai vs Jammu and Kashmir: প্রথম ইনিংসে রোহিত, রাহানে, যশস্বী, শ্রেয়স, কেউই রান পাননি। দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেননি তাঁরা। রোহিত ও যশস্বী ওপেন করতে নেমে শুরুটা ভালো দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিক্ষণ টেকেননি।

Ranji Trophy 2024-25: ভরাডুবি অব্যাহত, ভারতের পর হারল সুপারস্টার রোহিতের মুম্বইও!
ভরাডুবি অব্যাহত, ভারতের পর হারল সুপারস্টার রোহিতের মুম্বইও!Image Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 25, 2025 | 3:53 PM

কলকাতা: প্রায় ১০ বছর পর আবার রঞ্জি ট্রফি খেলতে নেমেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কী আশ্চর্য, ১০ বছর পর মুম্বইকে আবার হারাল জম্মু-কাশ্মীরের মতো ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় সারির দল। মুম্বইকে তাদের ঘরের মাঠে ৫ উইকেটে হারিয়ে চমকে দিল। ৪২ বার রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। রঞ্জি তো বটেই ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল দল। প্রচুর ঐতিহাসিক মুহূর্ত জড়িয়ে রয়েছে মুম্বইয়ের ক্রিকেট টিমকে ঘিরে। সেই তারাই কিনা লজ্জার ইতিহাস তৈরি করে ফেলল। যদিও জম্মু-কাশ্মীরের কাছে এর আগে ২০১৪-১৫ মরসুমে একবার হেরেছিল মুম্বই। তবে এই হার আরও বেশ যন্ত্রণা দিচ্ছে। রোহিত, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে, যশস্বী জয়সওয়ালের মতো সেরা তারকারা খেলেছেন। তা সত্ত্বেও জয় আসেনি।

প্রথম ইনিংসে রোহিত, রাহানে, যশস্বী, শ্রেয়স, কেউই রান পাননি। দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেননি তাঁরা। রোহিত ও যশস্বী ওপেন করতে নেমে শুরুটা ভালো দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিক্ষণ টেকেননি। রাহানে সহ বাকিরাও তেমন লড়াই দিতে পারেননি। একমাত্র চেষ্টা করেছিলেন শার্দূল ঠাকুর। তিনি সেঞ্চুরি করে টিমকে পাল্টা ম্যাচের ফেরানোর চেষ্টা করেছিলেন। তাও যথেষ্ট হয়নি। প্রথম ইনিংসে মুম্বই ১২০ রানে অলআউট হয়ে যায়। জম্মু-কাশ্মীর ২০৬এ শেষ। দ্বিতীয় ইনিংসে মুম্বই করেছিল ২৯০। ২০৫ ছিল চতুর্থ ইনিংসে জম্মু-কাশ্মীরের জয়ের লক্ষ্য। ৫ উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলে তারা।

টিমকে জেতানোর জন্য চতুর্থ ইনিংসের শুরুতে পেপটক দিয়েছিলেন রোহিত। পুরো টিম তেতেও গিয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা গেল না। এই মরসুমে চতুর্থ জয় পেল জম্মু-কাশ্মীর। পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল জম্মু-কাশ্মীর। দুইয়ে বরোদা। মুম্বই থেকে গেল তিনেই। ৬টা ম্যাচ খেলে ৩টে মাত্র জয়। দুটোতে হার, একটা ড্র।