Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jason Holder, IPL 2023 Auction: রাজস্থান রয়্যালসে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার

Jason Holder Auction Price : জেসন হোল্ডারকে নিয়ে আইপিএলে ঝড় উঠবে এমনটাই প্রত্যাশা ছিল। চেন্নাই, রাজস্থান রয়্যালস সকলেই তাঁর জন্য ঝাঁপিয়েছিল। অবশেষে ৫.৭৫ কোটিতে রাজস্থান রয়্যালসে জেসন হোল্ডার।

Jason Holder, IPL 2023 Auction: রাজস্থান রয়্যালসে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 3:34 PM

কোচি : আইপিএল হোক বা বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্য়ারিবিয়ান ক্রিকেটারদের রমরমা। আইপিএলেও এর অন্য়থা নয়। আর এই তালিকায় রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারও। আইপিএলে নিয়মিত তিনি। গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন জেসন হোল্ডার। যদিও এ বার তাঁকে রিটেন করেনি। গত আইপিএলে বল হাতে তাঁর পারফরম্য়ান্স ভালো হলেও ব্য়াট হাতে ভরসা দিতে পারেননি। তবে একটা মরসুম কিংবা টুর্নামেন্ট দিয়ে কাউকে বিচার করা কঠিন। করা উচিতও নয়। তাঁকে রিটেন করা না হলেও, লখনউ সুপার জায়ান্টসে মিনি অকশনে ফের নেওয়ার জন্য ঝাঁপাবে এমনটাই প্রত্য়াশা ছিল। বিস্তারিত TV9Bangla-য়।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্য়ান্স একে বারেই ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। জেসন হোল্ডার কিছুটা নজর কেড়েছিলেন। আইপিএলে তাঁর বেস প্রাইস ২কোটি। আইপিএলে খেলার অনেক অভিজ্ঞতাই রয়েছে তাঁর। গত মরসুমে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউতে খেলার আগে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদেও খেলেছেন। আইপিএলে বেশ কিছু দলই পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিল। এর মধ্যে অনেকেরই নজর ছিল জেসন হোল্ডারের দিকে। উচ্চতার কারণে পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করে নেওয়া, বড় শট খেলার দক্ষতা এবং বাউন্ডারি লাইনে ফিল্ডিং অনেক ক্ষেত্রেই ফারাক গড়ে দেয়।

জেসন হোল্ডারকে নিয়ে আইপিএলে ঝড় উঠবে এমনটাই প্রত্যাশা ছিল। চেন্নাই, রাজস্থান রয়্যালস সকলেই তাঁর জন্য ঝাঁপিয়েছিল। অবশেষে ৫.৭৫ কোটিতে রাজস্থান রয়্যালসে জেসন হোল্ডার।

আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।