KKR, IPL 2023 : ‘যে সয়, সে রয়’, বিধ্বংসী জেসন; আরসিবিকে ২০১ রানের লক্ষ্য দিল কেকেআর
Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders : গত মরসুম থেকে ভিন্ন ওপেনিং জুটি ট্রাই করেছে কলকাতা নাইট রাইডার্স। এ বারও তাই। অবশেষে এ মরসুমে প্রথম বার ওপেনিংয়ে ৫০-এর বেশি রানের জুটি কলকাতা নাইট রাইডার্সের। নারায়ণ জগদীশন অবশ্য গিয়ার শিফ্ট করতে পারলেন না। ২৯ বলে মাত্র ২৭ রান করেন জগদীশন।
বেঙ্গালুরু : টানা দ্বিতীয় ম্য়াচে অর্ধশতরান জেসন রয়ের। প্রতি ম্যাচেই ইমপ্য়াক্ট রাখছেন। সাকিব আল হাসানের পরিবর্ত হিসেবে কেকেআর সই করিয়েছিল জেসন রয়কে। দিল্লির বিরুদ্ধে কেকেআর জার্সিতে অভিষেক ম্য়াচে দলের ভরাডুবিতে উজ্জ্বল ছিলেন জেসন রয়। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে বড় ব্য়বধানে হার কেকেআরের। মরিয়া লড়াই করেছিলেন জেসন রয় এবং রিঙ্কু সিং। দলের সর্বাধিক স্কোর ছিল রয়ের। টানা দ্বিতীয় অর্ধশতরানের ইনিংস। চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ২২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রয়। তবে ওপেনিং জুটি ভাঙতেই তাঁরও ছন্দপতন। ইনিংসের দশম ওভারে বিজয়কুমার বিশাখ জোড়া ধাক্কা দেন। দ্বিতীয় বলে ফেরান নারায়ণ জগদীশনকে। ওভারের শেষ বলে ফেরেন রয়। ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন জেসন। ৮৮-২ থেকে কেকেআরের হাল ধরেন অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত মরসুম থেকে ভিন্ন ওপেনিং জুটি ট্রাই করেছে কলকাতা নাইট রাইডার্স। এ বারও তাই। অবশেষে এ মরসুমে প্রথম বার ওপেনিংয়ে ৫০-এর বেশি রানের জুটি কলকাতা নাইট রাইডার্সের। নারায়ণ জগদীশন অবশ্য গিয়ার শিফ্ট করতে পারলেন না। ২৯ বলে মাত্র ২৭ রান করেন জগদীশন। ভেঙ্কটেশ আইয়ার-নীতীশ রানা জুটি ভালো ব্য়াটিং করে। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া কেকেআর অধিনায়ক নীতীশ রানার। ২১ বলে ৪৮ রানে ফেরেন কেকেআর ক্য়াপ্টেন। ভেঙ্কটেশ আইয়ার ফিরলেন ২৬ বলে ৩১ রানে। রিঙ্কু সিং ক্রিজে নামতেই বড় রানের প্রত্যাশা কেকেআর শিবিরে। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রান করে কেকেআর।
ছোট মাঠে বড় সুযোগ ছিল আন্দ্রে রাসেলের কাছে। ফর্মে ফেরার জন্য এর চেয়ে ভালো সুযোগ হতে পারে না। পাঁচ নম্বরে নেমেছিলেন তিনি। চার-ছক্কার ঝড় দূর অস্ত, সিরাজের ইয়র্কারে উইকেট উড়ল তাঁর। ২ বলে মাত্র ১ রানের অবদান রাসেলের। রিঙ্কু সিং ১০ বলে ১৮ এবং ডেভিড উইজে মাত্র ৩ বলে ১২ রান করেন। এ বার ভরসা কেকেআর স্পিনাররা। যদিও এই মাঠে ২০০ রানের পুঁজি সুরক্ষিত নয়।