
ভারত ও পাকিস্তান এ বারের এশিয়া কাপে তিন বার মুখোমুখি। গ্রুপ পর্ব থেকেই বিতর্ক আরও জোরালো হয়েছে। হ্যান্ডশেক বিতর্ক গ্রুপ পর্বে। এরপর সুপার ফোরে পাকিস্তানের ওপেনার হাফসেঞ্চুরি করার পরই গান সেলিব্রেশন করেছিলেন। পেসার হ্যারিস রউফকে দেখা গিয়েছিল ফাইটার জেট ওড়ানোর অঙ্গভঙ্গি করতে। যা গড়িয়েছিল আইসিসি পর্যন্ত। এই দুই ক্রিকেটারকে শাস্তিও দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এ বার মাঠে জবাব দিলেন জসপ্রীত বুমরাও। পেসার হলেও খুব শান্তশিষ্টই। জসপ্রীত বুমরাকে আগ্রাসী সেলিব্রেশন করতে সাধারণত দেখা যায় না। কিন্তু জবাবের পরিস্থিতি হলে আলাদা বিষয়। সেটাই হল ফাইনালে।
সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে হতাশার পারফরম্যান্স হয়েছিল বুমরার। এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে ফেরাটাই যেন অস্বস্তির হয়ে দাঁড়িয়েছিল। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই ফাইনাল ম্যাচে বুমরা কেমন পারফর্ম করেন সেদিকে নজর ছিল। পাওয়ার প্লে-তে বোলিং করেন। সে সময় রান আটকালেও উইকেট নিতে পারেননি। স্লগ ওভারে নিজের কাজ ফিনিশ করেন। পাকিস্তানের শেষ দুই উইকেট বুমরার ঝুলিতে।
ইনিংসের ১৮তম ওভারে বোলিংয়ে ফেরেন বুমরা। পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে দুর্দান্ত ইয়র্কার দেন। অফস্টাম্প ছিটকে যায়। হ্যারিস রউফের দিকে তাকানওনি বুমরা। তবে তাঁকে সেই জবাবটা দেন বিষাক্ত ইয়র্কারে। বোল্ড করেই এরোপ্লেন নামানোর ভঙ্গি করেন বুমরা। জেট ডাউন সেলিব্রেশন বলাই যায়। ইনিংসের শেষ ওভারে ফের বোলিং আসেন জসপ্রীত। তাঁর বোলিংয়ে রিঙ্কু সিংয়ের ক্যাচে মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। একটা অস্বস্তি অবশ্য় থাকছে। এই সেলিব্রেশনের জন্য বুমরাকেও শাস্তির মুখে পড়তে হবে না তো!