কলকাতা: রোহিত শর্মা সিডনি টেস্টে বিশ্রাম নিয়েছেন বলে ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) হাতে। এই সিরিজে সর্বাধিক উইকেটশিকারি বোলার তিনি। আর সেই তাঁকেই সিডনি টেস্টের দ্বিতীয় দিন দীর্ঘক্ষণ মাঠের বাইরে কাটাতে হল। বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পর সকলের মনে একঝাঁক প্রশ্ন জাগিয়ে মাঠ ছাড়েন বুমরা। প্রায় ৩ ঘণ্টা তিনি সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে দূরে ছিলেন। ব্যাক স্প্যাজম হওয়ার কারণে মাঠ ছাড়েন তিনি। এরপর বিসিসিআইয়ের ইন্টিগ্রিটি ম্যানেজার অংশুমান উপাধ্যায়ের সঙ্গে একটি গাড়ি করে সিডনি থেকে স্ক্যান করাতে যান বুমরা। এখন কেমন আছেন তিনি?
ভারতীয় ক্রিকেট প্রেমীরা জসপ্রীত বুমরার চোটের অবস্থা নিয়ে জানতে উদগ্রীব। টাইমস অব ইন্ডিয়াকে এক নির্ভরযোগ্য সূত্র বুমরার স্ক্যানের বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্যাক স্প্যাজমের পর সতর্কতা অবলম্বন করার জন্য বুমরাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত এ নিয়ে চিন্তার কিছু নেই। তিনি ব্যাটিং করতে পারবেন বলেই বোঝা যাচ্ছে। তবে বোলিং করতে পারবেন কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামিকাল সকালে। মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।’ সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শেষে প্রেস কনফারেন্সে ভারতীয় বোলার প্রসিধ কৃষ্ণ বলেন, ‘ব্যাক স্প্যাজমের সমস্যা হয়েছে তাঁর (জসপ্রীত বুমরার)। এই মুহূর্তে তিনি মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’
এর আগে পিঠের চোটের কারণে প্রায় এক বছর (২০২২-২০২৩) ক্রিকেট থেকে দূরে ছিলেন বুমরা। তিনি ভারতীয় টিমের বোলিং বিভাগের অন্যতম অস্ত্র। ৩১ বছরের বুমরা এই সিরিজে এখনও অবধি নিয়েছেন ৩২টি উইকেট। চোটের কারণে বুমরা মাঠ ছাড়ার পর সিডনি টেস্টের দ্বিতীয় দিনের বাকি সময়টা ভারতীয় টিমকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। দ্বিতীয় দিনের শেষে ভারত দাঁড়িয়ে ৬ উইকেটে ১৪১ রানে। ক্রিজে ৮ রানে অপরাজিত রবীন্দ্র জাডেজা ও ৬ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। অজিদের ভারত কত রানের টার্গেট দেয় সেটাই দেখার। আর তারপর সিডনি টেস্টের তৃতীয় দিন সবচেয়ে বেশি ফোকাসে থাকবেন জসপ্রীত বুমরা। কারণ, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং মিস করলে নিঃসন্দেহে চাপে পড়বে ভারত।