AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: ভারতের বর্তমান পেস আক্রমণকে সর্বকালের সেরা বলে মনে করছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly on Indian Pace Trio: ২০০৩ বিশ্বকাপে ভারতকে ফাইনালের দরজায় পৌঁছে দেন জাহির, শ্রীনাথরা। সে কথাই বারবার উঠে আসছে সৌরভের মুখে। তবে ভারতের বর্তমান পেস আক্রমণের প্রশংসা করতে ভোলেননি মহারাজ। তাঁর কথায়, "বুমরা, সিরাজ, সামিদের ফর্ম দেখে ভালো লাগছে। বুমরা দলকে ভরসা জোগাচ্ছে। উল্টোদিক থেকে তাঁকে যোগ্য় সঙ্গ দিচ্ছে সামি-সিরাজরা।" প্রসঙ্গত,চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন মহম্মদ সামি।

ICC ODI World Cup 2023: ভারতের বর্তমান পেস আক্রমণকে সর্বকালের সেরা বলে মনে করছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতের পেস আক্রমণ
| Edited By: | Updated on: Nov 12, 2023 | 4:21 PM
Share

নয়াদিল্লি: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। একের পর এক দুরন্ত ইনিংসের মাধ্য়মে এগিয়ে চলেছে ভারতের জয়রথ। আজ, দীপাবলির শুভদিনে নেদারল্যান্ডসের মুখোমুখি ভারত। এটাই গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ডাচদের হারিয়ে জয়ের সঙ্গে লিগ পর্ব শেষ করার লক্ষ্যে রোহিত শর্মা ব্রিগেড। বিগত ম্য়াচগুলিতে ফুল ফুটিয়েছে ভারতের বোলিং অ্যাটাক। ভারতের পেস আক্রমণ নিয়ে যখন পঞ্চমুখ গোটা বিশ্ব, তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় শোনা গেল অন্য সুর। মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের সর্বকালের সেরা পেসার বলে মানছেন না মহারাজ। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ব্যাটিং, বোলিং সব ফর্মেই মুক্ত ঝরাচ্ছে টিম ইন্ডিয়া। তবে তেইশের বিশ্বকাপে চর্চায় উঠে এসেছে ভারতের বোলিং অ্যাটাক। প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াতেই দিচ্ছেন না সামি-সিরাজরা। যখন ভারতের পেস দলকে ঘিরে চর্চা তুঙ্গে তখন সৌরভ জানিয়েছেন, এটা ভারতের সর্বকালের সেরা পেস আক্রমণ নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহারাজকে বলতে শোনা যায়, “এটা ভারতের সেরা পেস আক্রমণ নয়।” বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে ২০০৩ বিশ্বকাপের উদাহরণ টেনে এনেছেন সৌরভ। তাঁর কথায়, “২০০৩ বিশ্বকাপে আশিস নেহরা,জাহির খান, জাভাগল শ্রীনাথের অনবদ্য পারফরম্যান্স পেস বোলিংয়ের সেরার অন্য়তম উদাহরণ।”

২০০৩ বিশ্বকাপে ভারতকে ফাইনালের দরজায় পৌঁছে দেন জাহির, শ্রীনাথরা। সে কথাই বারবার উঠে আসছে সৌরভের মুখে। তবে ভারতের বর্তমান পেস আক্রমণের প্রশংসা করতে ভোলেননি মহারাজ। তাঁর কথায়, “বুমরা, সিরাজ, সামিদের ফর্ম দেখে ভালো লাগছে। বুমরা দলকে ভরসা জোগাচ্ছে। উল্টোদিক থেকে তাঁকে যোগ্য় সঙ্গ দিচ্ছে সামি-সিরাজরা।” প্রসঙ্গত,চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন মহম্মদ সামি। প্রথম চার ম্যাচে না খেললেও কামব্যাকেই জাত চিনিয়েছেন তিনি। অন্য়দিকে আট ম্যাচে বুমরার শিকার ১৫ উইকেট। আর এই বিশ্বকাপে ভারতের সবচেয়ে সফল স্পিনার জাডেজা। এখনও পর্যন্ত ১৪ উইকেটের রেকর্ড রয়ছে কুলদীপের। আর সিরাজের ১০।