
চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন জসপ্রীত বুমরা। বছরের শুরুতে সিডনি টেস্টে শেষ বার খেলেছিলেন। সেই ম্যাচে নেতৃত্বেও ছিলেন জসপ্রীত বুমরা। যদিও ম্যাচের মাঝেই মাঠ ছাড়েন। চোট এতটাই গুরুতর ছিল যে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেই ম্যাচে আর খেলতে পারেননি বুমরা। সেই থেকে বাইরেই ছিলেন বুমরা। অপেক্ষা চলছিল তাঁর মাঠে ফেরার। প্রাথমিক ভাবে প্রত্যাশা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে। সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাঁকে ছাড়াও অবশ্য চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আইপিএল শেষে ইংল্যান্ড সফর। তার আগে বুমরার মাঠে এবং ফর্মে ফেরায় নজর ছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন হলেও চোট থেকে ফেরায় সেই পুরনো ছন্দে খুঁজে পাওয়া যাচ্ছিল না জসপ্রীত বুমরাকে। ধীরে ধীরে সেই জায়গায় ফিরছেন তিনি। এর আগের ম্যাচে উইকেট নিয়ে নজির গড়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন জসপ্রীত বুমরা। এ দিন বোলিংয়ের ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সেরও শীর্ষ স্থান দখল করলেন জসপ্রীত বুমরা।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার। ইয়র্কার কিং নিয়েছিলেন ১৭০টি উইকেট। জসপ্রীত বুমরা তাঁকে ছাপিয়ে গেলেন। লখনউ সুপার জায়ান্টসের ওপেনার এইডেন মার্কব়্যামকে ফেরাতেই মালিঙ্গাকে ছাপিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড বুমরার।
𝟏𝟕𝟏* – 𝐇𝐈𝐆𝐇𝐄𝐒𝐓 𝐖𝐈𝐂𝐊𝐄𝐓-𝐓𝐀𝐊𝐄𝐑 𝐅𝐎𝐑 𝐌𝐈 𝐈𝐍 #𝐓𝐀𝐓𝐀𝐈𝐏𝐋 💥
Boom goes past Mali to 🔝 the wickets chart in Blue & Gold 💙✨@ril_foundation | #ESADay #EducationAndSportsForAll #MumbaiIndians #PlayLikeMumbai #MIvLSG pic.twitter.com/4LSGRw6ePi
— Mumbai Indians (@mipaltan) April 27, 2025