AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC BREAKING: আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

JAY SHAH ICC Chairman: কিছুক্ষণ আগেই আইসিসির তরফে এক প্রেস বিবৃতিতে সরকারি ভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ ১ ডিসেম্বর অবধি। সেদিনই আইসিসির দায়িত্ব গ্রহণ করবেন নতুন চেয়ারম্যান জয় শাহ।

ICC BREAKING: আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর
Image Credit: ICC
| Updated on: Aug 27, 2024 | 8:38 PM
Share

আলোচনা ছিলই। তবে আর কোনও জল্পনা কিংবা সম্ভাবনা নয়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হলেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বাধীন চেয়ারম্যান হলেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। কিছুক্ষণ আগেই আইসিসির তরফে এক প্রেস বিবৃতিতে সরকারি ভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ ১ ডিসেম্বর অবধি। সেদিনই আইসিসির দায়িত্ব গ্রহণ করবেন নতুন চেয়ারম্যান জয় শাহ।

ক্রিকেট প্রশাসনে দীর্ঘ সময় ধরেই রয়েছেন জয় শাহ। এর আগে গুজরাট ক্রিকেট সংস্থার যুগ্মসচিব ছিলেন। এরপর বোর্ডের এক্সিকিউটিভ ফিনান্স কমিটিতে ছিলেন। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে দায়িত্ব নেন। শুধু তাই নয়, ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি হন জয় শাহ। বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে পরিষ্কার করে দেন, তিনি তৃতীয় বারের জন্য এই পদে লড়বেন না। ফলে নির্বাচনের পরিস্থিতিও ছিল না। আইসিসি বোর্ড মেম্বারদের মধ্যে দু-একজন ছাড়া সকলেই জয় শাহর উপরই ভরসা রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে কেউ দাঁড়াননি। সেই ভরসাই রূপ পেল। স্বাধীন চেয়ারম্যান হলেন জয় শাহ।

নির্বাচন যদিও হবে না। কারণ, জয় শাহর বিরুদ্ধে কেউ মনোনয়ন জমা দেননি। জয় শাহ আইসিসির প্রেস বিবৃতিতে বলেন, ‘আমি খুবই সম্মানিত। দায়িত্ব নিয়ে লক্ষ্য থাকবে আইসিসি টিম এবং সদস্য দেশগুলির সঙ্গে মিলে ক্রিকেটকে সারা বিশ্বে আরও ছড়িয়ে দেওয়ার। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে ভিন্ন ফরম্যাটের খেলা হচ্ছে। সমস্ত কিছুকে ব্যালান্স করাই লক্ষ্য থাকবে। আমাদের সকলের একটাই লক্ষ্য, ক্রিকেটকে আরও জনপ্রিয় করা।’