IND W vs BAN W: ব্যাটে-বলে হিট জেমাইমা, টাইগ্রেসদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল হরমনপ্রীতের ভারত
Jemimah Rodrigues: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে প্রথমে ব্যাট হাতে ৮৬ রানের অনবদ্য ইনিংস উপহার দেন জেমাইমা রডরিগজ। এরপর ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা নেন ৪টি উইকেটও। তাই ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
মীরপুর: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল হরমনপ্রীত কৌরের ভারত (India)। টাইগ্রেসদের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হেরে লজ্জার নজির গড়েছিল উইমেন্স ইন ব্লু। আজ, বুধবার মিরপুরে ভারতের সিরিজ বাঁচানোর লড়াই ছিল। এই চ্যালেঞ্জে দারুণভাবে উতরে গিয়েছেন হরমনপ্রীত-জেমাইমারা। ওডিআই ক্রিকেটে প্রথম বার ভারতকে হারিয়ে ইতিহাস গড়ার ফলে এই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলেন নিগার সুলতানারা। আজ, তাঁরা জিতলেই সিরিজ বাংলাদেশের হত। তেমনটা হতে দিলেন না ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ (Jemimah Rodrigues)। ব্যাটে-বলে মিরপুরে হিট জেমাইমা। তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্সে ভর করে সিরিজে সমতা ফেরাল ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মীরপুরে দ্বিতীয় ওডিআইয়ের টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। সেই টি-২০ সিরিজ থেকেই বাংলাদেশের পিচে ভারতীয় ব্যাটারদের বার বার সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। বৃষ্টিবিঘ্নিত ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। যার ফলে লজ্জার নজিরও গড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে তেমন অঘটন হল না। রান পেলেন ওপেনার স্মৃতি মান্ধানা (৩৬)। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (৫২) এবং মিডল অর্ডারের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ (৮৬)। ওপেনিং জুটি খুব একটা জমাট হয়নি। চতুর্থ উইকেটে হরমনপ্রীত ও জেমাইমা জুটিতে ওঠে ৭৩ রান। এরপর হ্যারি ফিরলে হরলীন দেওলের সঙ্গে জুটি বাঁধেন জেমাইমা। পঞ্চম উইকেটে ওঠে ৫৫ রান। ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন হরলীন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তোলে ২২৮ রান।
Bangladesh all out for 120 courtesy of a fabulous bowling performance from #TeamIndia ??
India win the second ODI by 108 runs and level the series 1-1 ????
Live streaming ? – https://t.co/YUBYQ7jnDi
Scorecard – https://t.co/6vaHiS9Qad #BANvIND pic.twitter.com/kZDfjZIkZK
— BCCI Women (@BCCIWomen) July 19, 2023
২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারের মধ্যে ২ ওপেনারের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ওঠে ২৪ রান। এরপর চতুর্থ উইকেটে ঋতু মনি ও ফারগানা হক তোলেন ৬৮ রান। এরপর আর কোনও জুটিকে জমতে দেননি ভারতের বোলাররা। দেবিকা ভাটিয়া আর জেমাইমা রডরিগজের সামনে ফারগানা হক ছাড়া আর কোনও বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাট চলেনি। ৩ টাইগ্রেস ২ অঙ্কের রান করেন। তাঁদের মধ্যে সর্বাধিক ফারগানার (৪৭)। ৩৫.১ ওভারে ১২০ রান তুলে অল আউট হয়ে যায় নিগার সুলতানার দল। যার ফলে ১০৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরাতে পারল ভারত। ব্যাট হাতে ৮৬ রানের অনবদ্য ইনিংস এবং ৪টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন জেমাইমা রডরিগজ।