LA28, Olympics: অধীর অপেক্ষায়… LA28 অলিম্পিকে খেলার তর সইছে না ভারতের এক ক্রিকেটারের

Aug 11, 2024 | 2:40 PM

লস অ্যাঞ্জেলস অলিম্পিকে (Los Angeles Olympics) ক্রিকেট থেকে ভারতে আসবে সোনা। এমনটা এখন থেকেই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। দেশের এক তারকা ক্রিকেটার তো বলেই দিয়েছেন, তাঁর লস অ্যাঞ্জেলস অলিম্পিকে নামার তর সইছে না।

LA28, Olympics: অধীর অপেক্ষায়... LA28 অলিম্পিকে খেলার তর সইছে না ভারতের এক ক্রিকেটারের
অধীর অপেক্ষায়... LA28 অলিম্পিকে খেলার তর সইছে না ভারতের এক ক্রিকেটারের
Image Credit source: @LA28 X

Follow Us

কলকাতা: প্যারিস অলিম্পিক (Paris Olympics) অফিসিয়ালি আজ শেষ হবে। গতকালই ভারতের জন্য অবশ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ শেষ হয়ে গিয়েছিল। শনিবার রীতিকা হুডা কুস্তিতে নেমেছিলেন। পদকের আশা জাগিয়েছিলেন। কিন্তু সেমিফাইনালে উঠতে পারেননি। ফলে প্যারিস গেমস থেকে ৬টি পদক নিয়েই দেশে ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা। আজ যেহেতু প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান, তাই বলা যায় আজ থেকে আবার শুরু হয়ে যাবে ৪ বছরের অপেক্ষা। আগামী ৪ বছর ভারতের প্রতিটি অ্যাথলিটের জন্য গুরুত্বপূর্ণ। এ বার শুরু হয়ে যাবে মিশন LA28 Olympics। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে (Los Angeles Olympics) ক্রিকেট থেকে ভারতে আসবে সোনা। এমনটা এখন থেকেই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। দেশের এক তারকা ক্রিকেটার তো বলেই দিয়েছেন, তাঁর লস অ্যাঞ্জেলস অলিম্পিকে নামার তর সইছে না।

গত বছরই জানা গিয়েছিল ২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও মহিলা ক্রিকেট টিমকে পারফর্ম করতে দেখা যাবে। আর ভারত সেখানেই সোনা জিততে চায়। টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিমের তারকা জেমাইমা রডরিগজ নিজের ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করে আগামী অলিম্পিক নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন।

ইন্সটাগ্রাম পোস্টে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের তারকা জেমাইমার পরনে দেখা গিয়েছে, ভারতের অলিম্পিক জার্সি। ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভারতের এখনকার অলিম্পিক জার্সি পরে দারুণ লাগছে। অলিম্পিকে খুব তাড়াতাড়ি ক্রিকেট খেলব। তার জন্য তর সইছে না। একটা অসাধারণ অনুভূতি হবে। আমাদের ভারতীয় অ্যাথলিটরা প্যারিস অলিম্পিকে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁদের চেষ্টাকে কুর্ণিশ জানাই। আপনারা জিতুন বা হারুন, আমরা আপনাদের জন্য গর্বিত।’

Next Article