IND vs AUS: ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন, আইপিএলেও অনিশ্চিত অজি তারকা পেসার
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ হওয়ার পর রয়েছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওডিআই সিরিজ। যা শুরু হবে ১৭ মার্চ। সেই ওডিআই সিরিজ থেকে এ বার ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এক তারকা পেসার।

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ হওয়ার পর রয়েছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওডিআই সিরিজ। যা শুরু হবে ১৭ মার্চ। সেই ওডিআই সিরিজ থেকে এ বার ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসন (Jhye Richardson)। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছিলেন এই অজি পেসার। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে আসন্ন ওডিআই সিরিজ থেকে ছিটকে দিল। একইসঙ্গে এই চোট অনিশ্চয়তা তৈরি করল তাঁর আইপিএলে (IPL) খেলা নিয়েও। যার ফলে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। আগেই চোটের কারণে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা। তাঁর অস্ত্রোপচার হবে। এ বার আরও এক পেসারকে হয়তো পাবে না মুম্বই। যা রীতিমতো চিন্তা বাড়িয়ে দিল। আপাতত ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য রিচার্ডসনের পরিবর্ত হিসেবে কাকে দলে নেওয়া হয়েছে? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
বিগ ব্যাশ লিগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ঝাই রিচার্ডসন। সেই চোটের কারণে ৪ জানুয়ারির পর থেকে তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। প্রথমে এই চোট গুরুতর বলে মনে হয়নি। কিন্তু এই চোট ভালোই ভুগিয়েছে রিচার্ডসনকে। যে কারণে, তিনি বিবিএলে পার্থ স্কর্চার্সের হয়ে ফাইনালেও খেলতে পারেননি। এরপর মার্শ কাপ বা শেফিল্ড শিল্ড ক্রিকেটেও খেলা হয়নি তাঁর। কিন্তু তাঁকে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৬ সদস্যের অস্ট্রেলিয়ার স্কোয়াডে রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট সেরে না ওঠার কারণে, তিনি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে ওডিআই সিরিজের জন্য নেওয়া হয়েছে নাথান এলিসকে।
ঝাই রিচার্ডসনের চোট চিন্তায় ফেলে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এই তারকা পেসার সুইংটা ভালো পারেন। একই লাইন লেংথে একটানা বল করতে পারেন, এটা ঝাইয়ের অ্যাডভান্টেজ। যে কারণে, ব্যাটার ভুল শট খেলতে বাধ্য হয়। দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারেন। মুম্বই এমনিতেই পাচ্ছে না তারকা পেসার জসপ্রীত বুমরাকে। তার মধ্যে রিচার্ডসনকেও যদি না পায় মুম্বই, তা ভালো ভোগাবে দলের বোলিং বিভাগকে।
