আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে জো রুট। ২০২১ থেকে টেস্ট ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। একের পর এক রেকর্ড গড়েছেন। এ বার আইসিসি ক্রমতালিকায় রেটিং পয়েন্টের নিরিখে নতুন উচ্চতায় ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন জো রুট। পাকিস্তান সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। মুলতানে সিরিজের প্রথম টেস্টে ২৬২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন জো রুট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। প্রথম টেস্টে দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ৯৩২ রেটিং পয়েন্টে পৌঁছেছেন জো রুট। ইংল্যান্ডের হয়ে এটি চতুর্থ সর্বাধিক রেটিং পয়েন্ট।
এর আগে ইংল্যান্ডের তিন ব্যাটার রেটিং পয়েন্টের নিরিখে কীর্তি গড়েছিলেন। রুটের রেটিং পয়েন্টের চেয়ে ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে বেশি ছিল লেন হিউটন (৯৪৫), জ্যাক হবস (৯৪২) এবং পিটার মে-র (৯৪১)। জো রুটের কেরিয়ার সেরা রেটিং ছিল ৯২৩। এই সিরিজে ইতিমধ্যেই তা ছাপিয়ে গিয়েছেন। ইংল্যান্ডের আর এক ব্যাটার হ্যারি ব্রুক মুলতানে প্রথম টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ব্রুক।
আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট লাফ সঞ্জু স্যামসনের। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৭ বলে ১১১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাঁর কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। আর এতেই ৯১ ধাপ উন্নতি হয়েছে সঞ্জুর। বাংলাদেশ সিরিজে অভিষেক করা নীতীশ রেড্ডি ২৫৫ ধাপ উঠেছেন। এ ছাড়াও ২২ ধাপ উঠেছেন রিঙ্কু সিং। বোলারদের মধ্যে ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণোই চার ধাপ উঠে অষ্টম স্থানে।