অ্যাডিলেড: এ বছরটা বেশ ভালোই গেল জো রুটের (Joe Root)। এ বার নতুন কীর্তি গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) আর সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে গেলেন রুট। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করার দৌড়ে সচিন-গাভাসকরের রেকর্ডকে টপকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
অ্যাসেজে (Ashes) নামার আগে ১২ টেস্টে ১,৪৫৫ রান ছিল রুটের। তবে অ্যাডিলেড (Adelaide) টেস্টেই ১৬০০ রান টপকে গেলেন তিনি। একই দিনে জোড়া রেকর্ড গড়লেন এই ডান হাতি ব্যাটার। বিশ্ব ক্রিকেট ইতিহাসে রুটের আগে তিন জন ব্যাটারের এই নজির ছিল। এক ক্যালেন্ডার বর্ষে ১,৫৪৯ রান করেছেন সুনীল গাভাসকর। সচিনের দখলে রয়েছে ১,৫৬২ রান। তবে সেই সব নজির টপকে যান রুট। ২০০৮ সালের পর আবার কোনও ব্যাটার এক ক্যালেন্ডার ইয়ারে ১৬০০ রান টপকে গেলেন।
একনজরে দেখে নেওয়া যাক এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান-
আরও পড়ুন: IPL 2022: রাহুলদের মেন্টরের ভূমিকায় গম্ভীর