AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: লখনওয়ের মেন্টরের ভূমিকায় গম্ভীর

গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, 'আরপিএসজি (RPSG) গ্রুপকে ধন্যবাদ আমাকে নতুন ভূমিকায় উপস্থাপন করার জন্য। আমার মধ্যে এখনও জেতার খিদে বেঁচে রয়েছে। কেকেআরের হয়ে দু'বার আইপিএল জেতার স্বাদ এখনও আমাকে তৃপ্তি দেয়।'

IPL 2022: লখনওয়ের মেন্টরের ভূমিকায় গম্ভীর
গৌতম গম্ভীর। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 7:42 PM
Share

নয়াদিল্লি: এ বার নতুন ভূমিকায় গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে দু’বার আইপিএল (IPL) জেতা অধিনায়ককে এ বার দেখা যাবে মেন্টরের (Mentor) ভূমিকায়। লখনও ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসাবে নিয়োগ করা হল গম্ভীরকে।

আইপিএলের নতুন দুটো দলের কোচ-ক্যাপ্টেন নিয়োগের সরকারি ঘোষণা এখনও করেনি বোর্ড। আমদাবাদ (Ahmedabad) ফ্র্যাঞ্চাইজির সমস্যা না মেটা পর্যন্ত সরকারি ঘোষণায় অপেক্ষা করছে বিসিসিআই। তবে লখনও ফ্র্যাঞ্চাইজি তাদের কাজ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। সঞ্জীব গোয়েঙ্কার দলের কোচের ভূমিকায় রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)।

অধিনায়ক হিসেবে তারা ভেবে রেখেছে লোকেশ রাহুলকে (KL Rahul)। পঞ্জাব কিংস (Punjab Kings) থেকে ফ্লাওয়ারের পর রাহুলকেও নিয়ে আসার চেষ্টায় রয়েছে লখনও। তবে গম্ভীরের সংযুক্তিকরণ এ বারই প্রথম। খেলা ছাড়ার পর এরপর আর কোনও ভূমিকায় দেখা যায়নি ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।

গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘আরপিএসজি (RPSG) গ্রুপকে ধন্যবাদ আমাকে নতুন ভূমিকায় উপস্থাপন করার জন্য। আমার মধ্যে এখনও জেতার খিদে বেঁচে রয়েছে। কেকেআরের হয়ে দু’বার আইপিএল জেতার স্বাদ এখনও আমাকে তৃপ্তি দেয়।’

আইপিএল নিলামে গম্ভীরের উপস্থিতি অবশ্যই কাজে লাগাবে লখনও ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে গম্ভীর, অ্যান্ডি ফ্লাওয়ারের মতো অভিজ্ঞরা অবশ্যই ফ্র্যাক্টর হতে পারেন বলে মনে করছে ক্রিকেটমহল। ৭ হাজার ৯০ কোটি টাকায় লখনও ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেয় আরপিএসজি গ্রুপ।

আরও পড়ুন: বিরাটদের বিরুদ্ধে নামার আগে কেন বিপদে প্রোটিয়ারা?