AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিরাটদের বিরুদ্ধে নামার আগে কেন বিপদে প্রোটিয়ারা?

ভারতের বিরুদ্ধে হোম সিরিজের আগে ব্যাপক চাপে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বর্ণবিদ্বেষ অভিযোগে সরে যেতে হতে পারে টিমের কোচ মার্ক বাউচার, বোর্ডের ক্রিকেট ডিরেক্টর গ্রেম স্মিথকে।

বিরাটদের বিরুদ্ধে নামার আগে কেন বিপদে প্রোটিয়ারা?
বিরাটদের বিরুদ্ধে নামার আগে কেন বিপদে প্রোটিয়ারা?
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 2:10 PM
Share

জোহানেসবার্গ: ভারতের বিরুদ্ধে হোম সিরিজের আগে ব্যাপক চাপে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বর্ণবিদ্বেষ অভিযোগে সরে যেতে হতে পারে টিমের কোচ মার্ক বাউচার (Mark Boucher), বোর্ডের ক্রিকেট ডিরেক্টর গ্রেম স্মিথকে (Graeme Smith)। নেলসন ম্যান্ডেলার দেশের সোশ্যাল জাস্টিস ও নেশন-বিল্ডিং ডিপার্টমেন্ট বা এসজেএন অভিযুক্ত করেছে প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারদের। সেই তালিকায় রয়েছেন এবি ডে ভিলিয়ার্সের (AB de Villiers) মতো প্রাক্তন ক্রিকেটারও।

আজ, শনিবারই তাঁদের শুনানি হওয়ার কথা। যদি অভিযোগ প্রমাণিত হয়, তা হলে সরে যেতে হবে স্মিথ, বাউচারকে। আর তা হলে ব্যাপক চাপে পড়বে দক্ষিণ আফ্রিকা টিম। স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, তিন প্রাক্তন ক্রিকেটার যথেষ্ট চাপে রয়েছেন। যদিও এবিডি সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেম স্মিথের আইনজীবী ডেভিড বেকার, যিনি আবার আইসিসির আইন শাখার দায়িত্বে ছিলেন একসময়, তিনি বলেছেন, ‘কিছু অভিযোগ তোলা হয়েছে, যা একেবারে মানা যায় না। তার কোনও ভিত্তিও নেই।’

কী ঘটেছিল? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার পল অ্যাডমস বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন জাতীয় টিমে খেলাকালীন। তাঁকে টিমমেটরা ব্রাউন বলে ডাকতেন। তাঁর গায়ের রংয়ের জন্যই নাকি জাতীয় টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। যাতে প্যাট সিমকক্সকে নেওয়া যায়। অ্যাডামসের কথায়, ‘কিছু লোক এমন ভাব করে, যেন তারা কিছুই জানে না! যারা বলেছে, তারাও যেন ইচ্ছাকৃত করেনি! এই কারণে আজ আমরা এই জায়গা এসে পৌঁছেছি। এগুলো বদল হওয়া দরকার।’

অ্যাডামস এমন গুরুতর অভিযোগ তোলার পর এসজিএন তদন্তে নামে। স্মিথ, বাউচার, এবিডিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বর্ণবিদ্বেষের। শুনানিতে যদি প্রমাণিত হয়, তা হলে স্মিথ, বাউচারকে সরে যেতে হবে নিজেদের পদ থেকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একটা সময় বর্ণবিদ্বেষের আগুনে পুড়েছে। তা যে এখনও ফল্গুধারার মতো বইছে, তা বোঝা যায়নি। বর্ণবিদ্বেষের কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক সময় নির্বাসিতও হয়েছিল প্রোটিয়ারা। যে বিতর্ক উঠেছে, তা যে আরও অস্বস্তিতে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে, সন্দেহ নেই।

আরও পড়ুন: হরভজন-ইরফানের সঙ্গে ভাংড়া নাচলেন অমিতাভ, ভাজ্জির বলে মারলেন ছক্কাও, দেখুন ভিডিও