AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হরভজন-ইরফানের সঙ্গে ভাংড়া নাচলেন অমিতাভ, ভাজ্জির বলে মারলেন ছক্কাও, দেখুন ভিডিও

কেবিসিতে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan) ও হরভজন সিং (Harbhajan Singh)। খেলার পাশাপাশি চলল দেদার আড্ডা ও ক্রিকেটও। শুধু তাই নয়, সঞ্চালক অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে ভাংড়া নাচলেন ইরাফান-ভাজ্জিও।

হরভজন-ইরফানের সঙ্গে ভাংড়া নাচলেন অমিতাভ, ভাজ্জির বলে মারলেন ছক্কাও, দেখুন ভিডিও
হরভজন-ইরফানের সঙ্গে ভাংড়া নাচলেন অমিতাভ, ভাজ্জির বলে মারলেন ছক্কাও, দেখুন ভিডিও
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 1:14 PM
Share

মুম্বই: জনপ্রিয় হিন্দি টেলিভিশন গেম শো কৌন বানেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) শেষ সপ্তাহ চলছে। আর এই গেম শো-তে এ বার গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan) ও হরভজন সিং (Harbhajan Singh)। খেলার পাশাপাশি চলল দেদার আড্ডা ও ক্রিকেটও। শুধু তাই নয়, সঞ্চালক অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে ভাংড়া নাচলেন ইরাফান-ভাজ্জিও।

টুইটারে হরভজন সিং ও ইরফান পাঠান দু’জনই কেবিসির (KBC) এক বিশেষ এপিসোডের টিজার পোস্ট করেছেন। ইরফান পোস্টের ক্যাপশনে লেখেন, “কেবিসি১৩-র মঞ্চে এবি স্যার নিজের ব্যাট দিয়ে চার আর ছক্কা হাঁকিয়েছেন, হরভজন সিংকে ধোলাই করে এবং আমার ধারাভাষ্য দেখুন এই বিনোদনের মুহূর্ত কৌন বানেগা ক্রোড়পতিতে।”

ভিডিওতে দেখা যায়, বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকে ইরফান বলেন, “স্যার আমরা কিংবদন্তিদের সঙ্গে ক্রিকেট খেলেছি। কিন্তু একজন কিংবদন্তি আছেন, অমিতাভ – যার বিরুদ্ধে আমরা এখনও খেলতে পারিনি।” ইরফানের এই অনুরোধ ফেলতে পারেননি বিগ বি। কেবিসির সেটেই ব্যাট হাতে নেমে পড়েন। ভাজ্জি বল করতে থাকেন এবং ধারাভাষ্য দিতে থাকেন ইরফান। তিনি মজা করে বলতে থাকেন, “হরভজন সিংয়ের হাতে বল, আজ মার পড়বে অমিতাভ বচ্চনের হাতে।” আর সত্যি সত্যিই ভাজ্জির বলে চার-ছয় মারতে থাকেন বিগ বি। খুশিতে চিৎকার করে ওঠেন অমিতাভও। এর পর তিনজনই ভাংড়াও করেন।

তিনজনের ভাংড়া নাচের ছবি টুইটারে পোস্ট করেছেন হরভজন।

আরও পড়ুন: Sachin Tendulkar: ‘এমন মানুষদের জন্যই পৃথিবীটা সুন্দর’, বললেন সচিন তেন্ডুলকর

আরও পড়ুন: Rohit Sharma: এনসিএতে ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে ‘অমূল্য পরামর্শ’ রোহিতের