Rohit Sharma: এনসিএতে ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে ‘অমূল্য পরামর্শ’ রোহিতের
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে রয়েছেন হিটম্যান এবং ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। কিছুদিন পরেই সংযুক্ত আরব আমিরশাহিতে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে যাবে টিম ইন্ডিয়া। তার জন্যই এনসিএতে যশ ধুলদের প্রস্তুতি শিবির চলছে। এ বার নিজের রিহ্যাবের পাশাপাশি রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকাদের পরামর্শ দিলেন। সেই ছবি পোস্ট করে বিসিসিআই টুইটারে লিখেছে, "অমূল্য পরামর্শ। ভারতের সাদা বলের নেতা রিহ্যাবের ফাঁকে সময় বের করে বেঙ্গালুরুর এনসিএ-তে প্রস্তুতিতে থাকা অনূর্ধ্ব-১৯ দলকে পরামর্শ দিলেন।" ইন্সটাগ্রামে রোহিতও ছবি পোস্ট করে লিখেছেন, "ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতদের সঙ্গে কথা বলতে পেরে ভালো লাগল।"
Most Read Stories