Joe Root: সানিকে টপকে সেঞ্চুরির এভারেস্ট বানাচ্ছেন জো রুট
PAK vs ENG: মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলছে অলি পোপের ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৫৫৬ রান তোলে শান মাসুদের দল। পাক টিমের তিন তারকা সেঞ্চুরি করেছিলেন। আবদুল্লা শফিক (১০২), শান মাসুদ (১৫১) ও সলমন আলি আঘা (১০৪ নট আউট)। মুলতান টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন রুট।
কলকাতা: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root) ভাসছেন সেঞ্চুরির সাগরে। এ কথা বললে ভুল বলা হবে না। মুলতানে কেরিয়ারের ৩৫তম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন রুট। সেই সঙ্গে তিনি ছাপিয়ে গিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar)। টেস্টে সানির নামে রয়েছে ৩৪টি শতরান। পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে গাভাসকরকে ছাপিয়ে গিয়েছেন রুট।
গত ৪ বছরে মোট ১৮টি শতরান এসেছে জো রুটের ব্যাটে। ২০১২-২০২০ অবধি রুট টেস্টে ১৭টি শতরান করেছিলেন। ২০২১ থেকে ২০২৪ এই সময়ে তিনি আরও ১৮টি সেঞ্চুরি করেছেন। টেস্টে তাঁর নামের পাশে রয়েছে ৬৪টি অর্ধশতরান। যদি গত চার বছরের হিসেব দেখা হয়, তা হলে নজরে পড়বে ২০২১ সালে ৬টি সেঞ্চুরি করেছেন রুট। ২০২২ সালে ৫টি, ২০২৩ সালে ২টি ও এ বছর এখনও অবধি টেস্টে মোট ৫টি শতরান করেছেন রুট। পেসার হোক বা স্পিনার সকলের বিরুদ্ধে ব্যাটিংয়ে বেশ সাবলীল রুট। এবং যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নেন রুট। যে কারণে তাঁর ব্যাটে বয়ে চলেছে রানের বন্যা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি শতরানের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ২০০টি ম্যাচে ৫০টি শতরান করেছেন মাস্টার ব্লাস্টার্স। এই তালিকায় ছয় নম্বরে পৌঁছে গিয়েছেন জো রুট। এক ঝলকে দেখে নিন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করা ৬ ক্রিকেটার কারা —
- সচিন তেন্ডুলকর – ২০০টি টেস্ট ম্যাচে ৫১টি সেঞ্চুরি
- জ্যাক কালিস – ১৬৬টি টেস্ট ম্যাচে ৪৫টি সেঞ্চুরি
- রিকি পন্টিং – ১৬৮টি টেস্ট ম্যাচে ৪১টি সেঞ্চুরি
- কুমার সঙ্গাকারা – ১৩৪টি টেস্ট ম্যাচে ৩৮টি সেঞ্চুরি
- রাহুল দ্রাবিড় – ১৬৪টি টেস্ট ম্যাচে ৩৬টি সেঞ্চুরি
- জো রুট – ১৪৭টি টেস্ট ম্যাচে ৩৫টি সেঞ্চুরি
Root goes past Sunny G!👏🏼
The English batter notched up century no. 3️⃣5️⃣ in Multan to go past Sunil Gavaskar’s tally of 34 tons. Earlier in the day, he overtook Alastair Cook to become England’s top run-scorer in Test cricket. pic.twitter.com/6JKXFdtcma
— FanCode (@FanCode) October 9, 2024