AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI, IPL 2023: চেন্নাইয়ের বিরুদ্ধে ৮ কোটি টাকার পেসার অনিশ্চিত! আজ অভিষেক সচিন-পুত্রের?

Jofra Archer Injury: চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হওয়ার আগে বিপাকে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা। চোটের জন্য খেলতে পারছেন না দলের তারকা পেসার।

MI, IPL 2023: চেন্নাইয়ের বিরুদ্ধে ৮ কোটি টাকার পেসার অনিশ্চিত! আজ অভিষেক সচিন-পুত্রের?
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 6:06 PM
Share

মুম্বই: শনিবাসরীয় আইপিএলে ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা। আইপিএলের (IPL 2023) ‘এল ক্লাসিকো’য় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আরব সাগরের তীরে শনিবারের সন্ধ্যা মেতে উঠবে ব্যাটে-বলের লড়াইয়ে। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘বড়’ ম্যাচের বল গড়ানোর আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে দুঃসংবাদ। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে কনুইয়ে চোট পেয়েছেন দলের তারকা ইংরেজ পেসার জোফ্রা আর্চার। দীর্ঘদিন ধরে চোট সারিয়ে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রত্যাবর্তন করেছিলেন আর্চার। তাঁর ফিটনেস নিয়ে জল্পনা ছিলই। সিএসকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফের চোট পেলেন তিনি। প্রসঙ্গত, গতবছর মুম্বই টিমে থাকলেও চোটের জন্য খেলতে পারেননি আর্চার। এ বার একটা ম্যাচ খেলেই চোটে কাবু হলেন। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

মুম্বই ইন্ডিয়ান্সে প্রথম থেকেই নেই জসপ্রীত বুমরা, ঝাই রিচার্ডসন। জসপ্রীতের অনুপস্থিতিতে মুম্বইয়ের পেস আক্রমণ জোফ্রার উপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে ৮ কোটি টাকার পেসার অনিশ্চিত। তিনি খেলতে না পারলে চেন্নাইয়ের বিরুদ্ধে অভিজ্ঞ পেসার ছাড়াই নামবে এমআই। তাঁর পরিবর্তে জেসন বেরহেনডর্ফ বা সন্দীপ ওয়ারিয়র খেলতে পারেন। ঝাই রিচার্ডসনের পরিবর্তে আসা অস্ট্রেলিয়ার পেসার রাইলি মেরেডিথেরও মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সিএসকের বিরুদ্ধে অভিষেক হতে পারে অর্জুন তেন্ডুলকরের। মুম্বইয়ের সঙ্গে তিনবছর ধরে রয়েছেন অর্জুন। কিন্তু এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। অর্জুনকে নেটে পরিশ্রম করতে দেখে প্রশংসা করেছিলেন খোদ রোহিত শর্মা। জোফ্রার অনুপস্থিতিতে আজ মুম্বইয়ের একজন অতিরিক্ত পেসারের প্রয়োজন হতে পারে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন অর্জুন এবং প্রয়োজনে মাঠে নামতে পারেন। শেষমেশ মুম্বইয়ের হয়ে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে কি না সচিন-পুত্রের তা বোঝা যাবে এদিনই।