Jofra Archer: এ বারের আইপিএলে জোফ্রা আর্চারের পথ চলা শুরু হয়েছিল ৭৬-এ, ছোট্ট ঘুমেই বুলস আই! 

IPL 2025, RR: আইপিএলে এখনও অবধি দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। তাঁকে অবশ্য রাজস্থান রয়্যালস পরিবারের সদস্যই বলা যায়।

Jofra Archer: এ বারের আইপিএলে জোফ্রা আর্চারের পথ চলা শুরু হয়েছিল ৭৬-এ, ছোট্ট ঘুমেই বুলস আই! 
এ বারের আইপিএলে জোফ্রা আর্চারের পথ চলা শুরু হয়েছিল ৭৬-এ, ছোট্ট ঘুমেই বুলস আই! Image Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 09, 2025 | 4:04 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সকলের জন্য সমান মঞ্চ। কেউ নায়ক হয়ে ওঠেন, অনেকে আবার নায়ক থেকে খলনায়ক। দ্বিতীয় সুযোগ পেলে সেই খলনায়ক আবারও ফিরে পান নায়কের তকমা। শুধু ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেই নয়, একই কথা বলা যায় বিদেশিদের জন্যও। একই ভাবে তরুণ ক্রিকেটারদের পাশাপাশি বলতে হয়, অভিজ্ঞদের কথাও। এই যেমন জোফ্রা আর্চার (Jofra Archer)!

বিশ্ব ক্রিকেটে অন্যতম ঘটনাবহু ক্রিকেট কেরিয়ার। পুরো কেরিয়ার বিশ্লেষণ শুরু করলে… গঙ্গায় জোয়ার থেকে ভাটার সময় হয়ে যাবে। তার চেয়ে বরং এবারের আইপিএলের প্রসঙ্গেই আসা যাক। আসলে এবারের আইপিএলে জোফ্রা আর্চারের পথ চলা শুরু হয়েছিল বিপর্যয়ে। চর্চায় ছিলেন, তবে সেটা নেতিবাচক দিক থেকে। ছোট্ট ঘুমেই কি সব বদলে গেল?

আইপিএলে এখনও অবধি দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। তাঁকে অবশ্য রাজস্থান রয়্যালস পরিবারের সদস্যই বলা যায়। ২০১৮ সালে গোলাপি জার্সিতেই আইপিএল অভিষেক। আইপিএলে সব মিলিয়ে পাঁচটি সংস্করণে খেলেছেন জোফ্রা আর্চার। এর মধ্যে একবার মুম্বই ইন্ডিয়ান্সে। যদিও সেটা গেস্ট অ্যাপিয়ারেন্সই বলা যায়। এবার মেগা অকশনে জোফ্রাকে ফিরিয়েছে রাজস্থান রয়্যালস।

ইংল্যান্ডের এই পেসারের কেরিয়ারে সবচেয়ে বড় শত্রু চোট। পেসাররা এমনিতে চোট প্রবণ হন। কেউ বা অতিরিক্ত। সেই তালিকায় জোফ্রা আর্চারও। চোটের কারণে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর সিরিজ, টুর্নামেন্ট মিস করেছেন, তেমনই আইপিএলও। রাজস্থান রয়্যালস তাঁকে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল না তো! এই প্রশ্নও উঠেছিল।

জোফ্রা সম্পর্কে অস্বস্তি আরও বাড়ে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই। হায়দরাবাদের মাঠে ম্যাচ। সানরাইজার্সের বিধ্বংসী ব্যাটিং আক্রমণ তুলেছিল ২৮৬ রান! আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক স্কোর। রাজস্থান শিবিরে সবচেয়ে বেশি রান খরচ করেছিলেন জোফ্রা আর্চারই। তাঁর ৪ ওভারে ৭৬ রান তুলেছিল সানরাইজার্স। টুর্নামেন্টের ইতিহাসে যা সর্বাধিক।

শুরুতেই বলেছি, আইপিএল কিন্তু খলনায়ক থেকে নায়ক হয়ে ওঠার মঞ্চও। প্রথম ম্যাচে ৭৬ রান খরচ করার পরের ম্যাচে একটু ঘুরে দাঁড়িয়েছিলেন। কিন্ত উইকেট আসেনি। এরপর ১ উইকেট নিলেও ইকোনমি দুর্দান্ত। আপাতত টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে পঞ্জাব কিংস ম্যাচ। যেখানে দেখা যায়, রাজস্থানের ব্যাটিংয়ের সময় ড্রেসিংরুমে পাওয়ার ন্যাপ নিচ্ছেন। ঘুম ভাঙতেই বিধ্বংসী একটা স্পেল করেন। ম্যাচে সব মিলিয়ে ৩ উইকেট। একদম পাওয়ারফুল পারফরম্যান্স। সঠিক নিশানা। প্রশ্ন থাকে তবুও। চোট কিংবা ধারাবাহিকতা আবারও খলনায়ক বানিয়ে দেবে না তো!