AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jonny Bairstow out controversy : বিতর্কের আগুনে জ্বলছে অ্যাসেজ, আসরে নামলেন দুই দেশের প্রধানমন্ত্রী

Ashes series, Lord's Test : লর্ডস টেস্টে জনি বেয়ারস্টো অদ্ভুতভাবে আউট হওয়ার পর থেকে বিতর্কের শেষ নেই। নিজ নিজ দেশের সমর্থনে নেমে পড়লেন দুই দেশের প্রধানমন্ত্রীরাও।

Jonny Bairstow out controversy : বিতর্কের আগুনে জ্বলছে অ্যাসেজ, আসরে নামলেন দুই দেশের প্রধানমন্ত্রী
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 1:12 PM
Share

কলকাতা : একটি দল বলছে, ‘নিয়ম মেনেই আউট হয়েছে। এতে বিতর্কের কিছু নেই।’ অন্য টিমের বক্তব্য, ‘নিয়মটাই সব! ক্রিকেটীয় স্পিরিট কোথায় গেল?’ সবেমাত্র চলতি অ্যাসেজ সিরিজে দুটি টেস্ট খেলা হয়েছে। তার মধ্যে লর্ডস টেস্ট (Lord’s Test) নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। জনি বেয়ারস্টোর অদ্ভুত আউট প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। দুই দলের ক্রিকেটাররা প্রতিক্রিয়া দিয়েছেন। কথার লড়াইয়ে নেমে পড়েছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমর্থকরা। বাদ রইলেন না দুই দেশের রাষ্ট্রপ্রধানরাও। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) ‘ক্রিকেট স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনা যাই হোক, প্যাট কামিন্সদের পাশে থাকার বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (Anthony Albanese)। সব মিলিয়ে অ্যাসেজ সিরিজ ঘিরে উত্তাপ বাড়ছে বই কমছে না। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

লর্ডস টেস্টে অদ্ভুতভাবে আউট হন ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো। ভুল করে ক্রিজ ছেড়ে বেরিয়ে বেন স্টোকসের সঙ্গে কথা বলছিলেন। তখনই সুযোগ বুঝে তাঁকে রান আউট করেন অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেন, “আমি এভাবে জিততে চাইতাম না। এটা ক্রিকেটের নীতির বিরুদ্ধে।” স্টোকসের কথার রেশ শোনা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের গলাতেও। তিনি বলেন, “স্টোকসের সঙ্গে আমি একমত। অস্ট্রেলিয়ার মতো করে ম্যাত জিততে চাইতাম না।”

একইভাবে প্যাট কামিন্সরাও পাশে পেয়েছেন তাঁদের দেশের প্রধানমন্ত্রীকে। ইংলিশ ফ্যানদের কটাক্ষের জবাবে অ্যান্থনি আলবানিজ বলেন, “আমরা নিজেদের মহিলা ও পুরুষ ক্রিকেট টিম নিয়ে গর্বিত। যারা অ্যাসেজে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম দুটি করে ম্যাচ জিতেছে। পুরনো অজিদের মতো। যারা সবসময় জিততে ভালোবাসে। অস্ট্রেলিয়া সবসময় অ্যালিসা হিলি ও প্যাট কামিন্স ও তাঁদের টিমের পাশে থাকবে। জয়ী দলকে স্বাগত জানাতে তৈরি।”