IPL 2022: শনিবার কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগেই সেঞ্চুরি ধোনিদের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 25, 2022 | 6:16 PM

১১টা স্পনসরের পাশাপাশি ১২টা অন্যান্য সংস্থার সঙ্গেও চুক্তি রয়েছে চেন্নাই সুপার কিংসের। সিএসকের ৯০ শতাংশ স্পনসরই আগের কোম্পানির। ধোনির নেতৃত্বে চেন্নাইকে দেখতে একাধিক বড় সড় স্পনসরই এগিয়ে এসেছে। ব্রেভারিজ কোম্পানির চেয়ারম্যান বলেন, ‘এই নিয়ে ৪ বছর সিএসকের সঙ্গে আমরা চুক্তি করলাম। আইপিএলের ফেভারিট টিমের সঙ্গে পথ চলতে পেরে আমরা খুব খুশি।’

IPL 2022: শনিবার কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগেই সেঞ্চুরি ধোনিদের
মহেন্দ্র সিং ধোনি। ছবি: টুইটার
Image Credit source: IPL Twitter

Follow Us

মুম্বই: মাঠে নামার আগে সেঞ্চুরি হাঁকাল ধোনির (MS Dhoni) দল। শনিবার আইপিএলে (IPL)  চেন্নাইয়ের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। মাঠে নামার আগেই সেঞ্চুরি হাঁকাল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। যদিও এই সেঞ্চুরি মাঠে নয়, মাঠের বাইরে। ব্যবসায়িক দিক দিয়ে এক মরসুমে ১০০ কোটি রেভেনিউ চেন্নাইয়ের। ব্রেভারিজ কোম্পানির সঙ্গে চুক্তি রিনিউ করেছে সিএসকে। দীর্ঘদিন ধরে ধোনিদের জার্সিতে রয়েছে এই কোম্পানি। এ বছরও থাকছে তারা। ৩ বছরের জন্য তাদের সঙ্গে নতুন করে চুক্তি করল। ১১টা স্পনসরের সঙ্গে চুক্তি করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। টাইটেল স্পনসরের সঙ্গে রেকর্ড অর্থে চুক্তি করেছে। সিএসকের ফ্রন্ট জার্সি পার্টনার এই সংস্থা।

 

১১টা স্পনসরের পাশাপাশি ১২টা অন্যান্য সংস্থার সঙ্গেও চুক্তি রয়েছে চেন্নাই সুপার কিংসের। সিএসকের ৯০ শতাংশ স্পনসরই আগের কোম্পানির। ধোনির নেতৃত্বে চেন্নাইকে দেখতে একাধিক বড় সড় স্পনসরই এগিয়ে এসেছে। ব্রেভারিজ কোম্পানির চেয়ারম্যান বলেন, ‘এই নিয়ে ৪ বছর সিএসকের সঙ্গে আমরা চুক্তি করলাম। আইপিএলের ফেভারিট টিমের সঙ্গে পথ চলতে পেরে আমরা খুব খুশি।’

 

ধোনি-জাডেজাদের সিএসকের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সও সেঞ্চুরি হাঁকিয়েছে। স্পনসরশিপের নিরিখে রোহিতদের ফ্র্যাঞ্চাইজিও ১০০ কোটির উপর লাভ করেছে। শনিবার থেকে শুরু আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স।

 

 

আরও পড়ুন: IPL 2022: এবারের আইপিএলে ফোকাসে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

Next Article