AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ল্যাঙ্গারের কোচিং স্টাইলে ক্ষুব্ধ ক্রিকেটাররা

ল্যাঙ্গারের কোচিং স্টাইল নিয়ে খুশি নন ক্রিকেটাররা। এমনই দাবি অস্ট্রেলিয়ার সংবাদপত্রের।

ল্যাঙ্গারের কোচিং স্টাইলে ক্ষুব্ধ ক্রিকেটাররা
সৌজন্যে-টুইটার
| Updated on: Jan 30, 2021 | 3:01 PM
Share

মেলবোর্ন: ভারতের কাছে টেস্ট সিরিজ হারের জের। তোলপাড় চলছে অস্ট্রেলিয়া মিডিয়ায়। কাঠগড়ায় অজি অধিনায়ক টিম পেইন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বাদ যাননি কোচ জাস্টিন ল্যাঙ্গারও (Justin Langer)। তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ল্যাঙ্গারের কোচিং স্টাইল নিয়ে খুশি নন ক্রিকেটাররা। এমনই দাবি অস্ট্রেলিয়ার সংবাদপত্রের।

What Bengal Thinks Today

অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের দাবি, ল্যাঙ্গারের ম্যান ম্যানেজমেন্ট নিয়ে অখুশি বেশ কয়েকজন ক্রিকেটার। এমনকি কোচের বদমেজাজী স্বভাবও অপছন্দ অনেকের। ক্রিকেটারদের সঙ্গে নাকি এখনও মানিয়ে উঠতে পারেননি ল্যাঙ্গার। ড্রেসিংরুমের পরিবেশও নষ্ট করেন তিনি। ল্যাঙ্গারের সংকীর্ণ মনোভাব নিয়ে ক্ষুব্ধ দলের একাধিক ক্রিকেটার। গাব্বায় শেষ টেস্টে লাঞ্চের পর বোলাররা কোথায় বোলিং করবেন, ল্যাঙ্গারের সেই নির্দেশিকায় মেনে নিতে পারেননি অনেক বোলারই।

আরও পড়ুন: এখনও প্লে অফের আশা দেখছেন ফাউলার

যদিও অজি কোচ নিজে দাবি করেন, তাঁর সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক অত্যন্ত ভালো। বোলারদের প্রসঙ্গ নিয়ে ল্যাঙ্গারের সাফাই, পুরো বিষয়টাই দেখেন দলের বোলিং কোচ। অজি সংবাদপত্রের দাবি, ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও নাক গলান জাস্টিন ল্যাঙ্গার। কোচের হেডমাস্টারসুলভ এই আচরণ মেনে নিতে পারছেন না অধিকাংশ ক্রিকেটাররা।

আরও পড়ুন: কোয়ারান্টিন মিটিয়ে নেটে স্টোকস-আর্চাররা