এখনও প্লে অফের আশা দেখছেন ফাউলার

প্লে অফের রাস্তা কঠিন হলেও দলের পারফরম্যান্স নিয়ে খুশি কোচ রবি ফাউলার।

এখনও প্লে অফের আশা দেখছেন ফাউলার
সৌজন্যে-এসসি ইস্টবেঙ্গল টুইটার
Follow Us:
| Updated on: Jan 30, 2021 | 2:31 PM

গোয়া: ১০ জনের এফসি গোয়াকে পেয়েও হারাতে পারেনি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। প্লে অফের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে। খেলার শুরুতে পিলকিংটন পেনাল্টি মিস না করলে খেলার ফল অন্যরকম হতে পারত। দ্বিতীয়ার্ধে গোলের সহজ সুযোগও নষ্ট করেন পিলকিংটন-হরমনপ্রীতরা। লাল-হলুদে যা ঝলকানি দেখান তা একমাত্র ব্রাইট।

What Bengal Thinks Today

প্লে অফের রাস্তা কঠিন হলেও দলের পারফরম্যান্স নিয়ে খুশি কোচ রবি ফাউলার (Robbie Fowler)। এফসি গোয়ার বিরুদ্ধে ড্রয়ের পর তিনি বলেন, ‘দলগত পারফরম্যান্সে আমাদের অনেক উন্নতি হয়েছে। পুরো ম্যাচটায় আমরাই কর্তৃত্ব দেখিয়েছি। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু সেগুলোকে গোলে কনভার্ট করতে পারিনি। আমাদের দলে অনেক ভালো দিক রয়েছে। খারাপ এটাই যে, বেশ কিছু সুযোগ হাতছাড়া হওয়ায় আমরা ম্যাচ জিততে পারছি না।’

আরও পড়ুন: কোয়ারান্টিন মিটিয়ে নেটে স্টোকস-আর্চাররা

এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সকে দরাজ সার্টিফিকেট দেন রবি ফাউলার। প্লে অফে যাওয়ার রাস্তা কঠিন হলেও এখনও আশা দেখছেন লাল-হলুদ কোচ। লিভারপুলের প্রাক্তনী মনে করেন, অঙ্কের বিচারে এখনও তাদের প্লে অফে ওঠার রাস্তা রয়েছে। আর তাই প্লে অফের আশা ছাড়তে চান না তিনি। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: ভারত আর স্পিনে আটকে নেই, মানছেন থর্প-বাউচার