ভারত আর স্পিনে আটকে নেই, মানছেন থর্প-বাউচার
দুই প্রাক্তন ইংলিশ ক্রিকেটার একটা ব্যাপারে নিশ্চিত। ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট খেলতে নেমে যথেষ্ট চ্যালেঞ্জ সামলাতে হবে।
চেন্নাই: এক জন বলছেন, ভারতীয় বোলিং এখন আর শুধু স্পিন নির্ভর নয়। আর এক জন, চোটের জন্য রবীন্দ্র জাডেজার ( Ravindra Jadeja) না থাকা সমস্যায় ফেলতে পারে ভারতকে। প্রথম জন গ্রাহাম থর্প (Graham Thorpe)। যিনি এখন ইংল্যান্ড টিমের সহকারী কোচ। দ্বিতীয় জন, মার্ক বাউচার (Mark Butcher)। দুই প্রাক্তন ইংলিশ ক্রিকেটার একটা ব্যাপারে নিশ্চিত। ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট খেলতে নেমে যথেষ্ট চ্যালেঞ্জ সামলাতে হবে।
থর্প যেমন বলেছেন, ‘এখনকার ভারতীয় টিম কিন্তু শুধু স্পিন বোলিং নির্ভর নয়। ওদের পেস আক্রমণ কিন্তু বেশ ধারাল। ওটা ভুলে গিয়ে শুধু ভারতের স্পিন বোলিং নিয়ে ভাবার কোনও জায়গা কিন্তু নেই।’
আরও পড়ুন: ৮৭ বছরে এই প্রথম রঞ্জিহীন ঘরোয়া ক্রিকেট
বাউচারের ব্যাখ্যা, ‘ভারত বা ইংল্যান্ড, দুটো টিমই কিন্তু কোনও এক জনের উপর দাঁড়িয়ে নেই। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের শুধু অশ্বিনকে নিয়ে ভাবলেই চলবে না। অন্যান্য ভারতীয় বোলারদের নিয়েও হোমওয়ার্ক করতে হবে। সেটা নিশ্চিত ভাবেই শুরু করে দিয়েছে।’ একই সঙ্গে দেশের হয়ে ৭১ টেস্ট খেলা বাউচার বলছেন, ‘ভারতের বোলিং এখন বিশ্বমানের। কিন্তু জাডেজা ওই বোলিংয়ে একটা অন্য মাত্রা এনে দেয়। জাডেজার না থাকা ইংল্যান্ডের কাছে একটা বাড়তি সুবিধা তো বটেই।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে গ্যালারিতে থাকবে ৩০ হাজার দর্শক
উপমহাদেশে টেস্ট খেলা যে কোনও বিদেশি টিমগুলোর কাছে বেশ চাপের। বিশেষ করে পিচ আর কন্ডিশন বুঝতে সময় পার হয়ে যায়। থর্প নিজের খেলোয়াড়ি জীবনেও তা-ই দেখেছেন। ভারতের বোলিং এখন রীতিমতো ভীতি ধরানোর মতো। যা নিয়ে থর্প বলছেন, ‘ভারতের বোলিং আক্রমণ অনেক পাল্টে গিয়েছে। স্পিন আর পেসের চমত্কার ভারসাম্য যে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, খুব ভালো করেই জানি। সেই কারণেই নেটে আমরা এই ব্যাপারগুলোর উপরেই বেশি জোর দিচ্ছি।’
আরও পড়ুন: দ্বিতীয়ার্ধের দাপুটে ফুটবলেও ৩ পয়েন্ট পেল না এসসি ইস্টবেঙ্গল
বাউচার অবশ্য মনে করছে, জো রুটের টিমকে ভারতে ছাপ রাখতে হলে দারুণ কিছু করে দেখাতে হবে। তাঁর কথায়, ‘রুট আর বেন স্টোকস এর আগেও ভারতে খেলেছে। ওরা কিন্তু নিজেদের সেরাটাই দিয়েছে। এ বারও তেমন কিছু করে দেখাতে হলে নিজেদের ছাপিয়ে যেতে হবে।’