ICC Test Rankings: আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন অশ্বিন-জাডেজা, ব্যাটারদের তালিকায় প্রথমে কে?
আইসিসির পক্ষ থেকে নতুন টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশিত হল। ব্যাটারদের তালিকায় একধাপ উঠে প্রথম স্থানে পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ানসন। আইসিসি প্রকাশিত বোলার ও অলরাউন্ডাদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
দুবাই: একদিকে চলছে অ্যাসেজ সিরিজ। তারই মাঝে প্রকাশিত হল আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings)। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনি সুযোগ পাননি। কিন্তু তারপরও আইসিসি ক্রমতালিকায় জায়গা ধরে রাখলেন তিনি। অন্যদিকে আইসিসি প্রকাশিত অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja)। আর ব্যাটারদের তালিকায় প্রথমে কে জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এপ্রিল মাসে ভারতের মাটিতে হওয়া এ বারের আইপিএলের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তারপর থেকে তিনি মাঠের বাইরে। হাঁটুর অস্ত্রোপচারের পর ধীরে ধীরে ২২ গজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিউয়ি নেতা উইলিয়ামসন প্রায় ৩ মাস মাঠের বাইরে থেকেও এ বার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছেন। সদ্য আইসিসির পক্ষ থেকে যে টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে তাতে ব্যাটারদের তালিকায় একধাপ উঠে প্রথম স্থানে পৌঁছে গিয়েছেন উইলিয়ামসন।
অ্যাসেজ সিরিজের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের ব্যাটার ও বোলারদের তালিকায়। ব্যাটারদের তালিকায় ৮৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪ ধাপ উপরে উঠেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাসেজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন স্মিথ। সেই সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ে তাঁর উন্নতি হয়েছে। ৮৮২ পয়েন্ট নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন আইসিসি ব্যাটারদের তালিকার ২ নম্বরে। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় তিন থেকে ৫ নম্বরে রয়েছেন মার্নাস লাবুসেন, ট্রাভিস হেড ও জো রুট। ৪ ধাপ নেমে ৫ নম্বরে পৌঁছে গিয়েছেন রুট। এই তালিকায় পাক অধিনায়ক বাবর আজমেরও অবনতি হয়েছে। ১ ধাপ নেমে তিনি ছয় নম্বরে পৌঁছে গিয়েছেন।
আইসিসি বোলারদের ক্রমতালিকায় ৮৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় উন্নতি হয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্সের। ২ ধাপ এগিয়ে তিনি পৌঁছে গিয়েছেন ২ নম্বরে। তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। ২ ধাপ নেমে চারে নম্বরে পৌঁছে গিয়েছেন জিমি অ্যান্ডারসন।
৪৩৪ পয়েন্ট নিয়ে টেস্ট ব়্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাডেজা। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের অশ্বিন ও বাংলাদেশের সাকিব আল হাসান। এক ধাপ উপরে উঠে ৪ নম্বরে পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাঁর অর্জিত পয়েন্ট ৩২৬। এই তালিকায় উন্নতি হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটেরও। তিনি এখন ২৭২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছেন।