IPL 2022: অরেঞ্জ আর্মিকে শেষ ম্যাচে নেতৃত্ব না দিয়ে উইলিয়ামসন ফিরলেন দেশে, কেন জানেন?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: May 18, 2022 | 2:32 PM

এ বারের আইপিএলের প্লে অফে হায়দরাবাদ পৌঁছবে কিনা তা এখনও নিশ্চত নয়। এর মধ্যে বায়ো বাবল ছেড়ে দেশে ফিরলেন উইলিয়ামসন।

IPL 2022: অরেঞ্জ আর্মিকে শেষ ম্যাচে নেতৃত্ব না দিয়ে উইলিয়ামসন ফিরলেন দেশে, কেন জানেন?
Image Credit source: Twitter

মুম্বই: মঙ্গলবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। চলতি আইপিএলে (IPL 2022) টানা ৫ ম্যাচে হারার পর জয়ের মুখ দেখেছে অরেঞ্জ আর্মি। তবে দলের জয়ের পরের দিন সকালেই জানা গিয়েছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে (Kane Williamson) পাবে না হায়দরাবাদ। এ বারের আইপিএলের প্লে অফে হায়দরাবাদ পৌঁছবে কিনা তা এখনও নিশ্চত নয়। এর মধ্যে বায়ো বাবল ছেড়ে দেশে ফিরলেন উইলিয়ামসন।

আজ, বুধবার হায়দরাবাদের তরফে জানানো হয়েছে, নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন উইলিয়ামসন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্যই দেশে ফিরে গেলেন কিউয়ি তারকা। হায়দরাবাদের টুইটারে লেখা হয়েছে, “আমাদের অধিনায়ক কেন উইলিয়ামসন তাঁর পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছে। শিবিরের প্রত্যেকের পক্ষ থেকে উইলিয়ামসন এবং তাঁর পরিবারকে আগাম অভিনন্দন জানানো হচ্ছে।”

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে হায়দরাবাদ। আপাতত ১৩টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৭টিতে হেরে লিগ টেবলের আট নম্বরে রয়েছে অরেঞ্জ আর্মি। চলতি আইপিএলে সেই অর্থে ফর্মে নেই হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৩টি ম্যাচে খেলে তিনি করেছেন ২১৬ রান। যার মধ্যে রয়েছে একটি হাফসেঞ্চুরি। গড় ১৯.৬৩।

মঙ্গলবারের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। কেন উইলিয়ামসনের বদলে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গী হন প্রিয়ম গর্গ। ব্যক্তিগত ৯ রানে অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে ফিরিয়ে প্রাথমিক ঝটকা দেন মুম্বই ইন্ডিয়ান্সের ড্যানিয়েল স্যামস। তবে রাহুল ত্রিপাঠী আর প্রিয়ম গর্গ জুটি দলের স্কোরবোর্ডকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২৬ বলে ৪২ করেন প্রিয়ম গর্গ। প্রিয়ম-রাহুল জুটিতে ওঠে ৭৮ রান। দুরন্ত হাফসেঞ্চুরি করেন রাহুল ত্রিপাঠী। ৪৪ বলে ৭৬ করেন রাহুল ত্রিপাঠী। ইনিংসে সাজানো ৩টে ছয়, ৯টা চার। ক্রিজে এসে ঝোড়ো ব্যাটিং নিকোলাস পুরানেরও। ২২ বলে ৩৮ করেন ক্যারিবিয়ান কিপার। পুরান-রাহুল জুটিতে ওঠে ৭৬ রান। শেষ ২ ওভারে বেশি দূর এগোতে পারেনি সানরাইজার্স। একটা সময় মনে হচ্ছিল, স্কোরবোর্ড ২০০ পেরিয়ে যাবে। ২ রানে ফিরে যান মার্করাম। উইলিয়ামসন অপরাজিত থাকেন ৮ রানে। ওয়াশিংটন সুন্দর করেন ৯ রান। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। ৩ উইকেট নেন রমনদীপ সিং। ১টি করে উইকেট সংগ্রহ করেন ড্যানিয়েল স্যামস, রিলে মেরেডিথ আর জসপ্রীত বুমরা। নিয়মরক্ষার ম্যাচে রোহিতদের টার্গেট ছিল ১৯৪। শেষ পর্যন্ত ১৯০ রানে থামে মুম্বই। ফলে ৩ রানে ম্যাচ জিতে নেয় নিজামের শহরের দল।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla