AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karun Nair: সুযোগ পাবেন না করুণ! সুপারস্টার ‘কিড’কে একাদশে দেখছেন অজি তারকা

India Tour of England: স্বাভাবিক ভাবেই আলোচনা চলছে ভারতের ব্যাটিং কম্বিনেশন নিয়ে। ওপেনিংয়ে যেমন রোহিতের পরিবর্ত চাই, তেমনই ব্যাটিং অর্ডারে বিরাটের চার নম্বরে কে! ক্যাপ্টেন শুভমন গিল যদি চারে ব্যাট করেন, তা হলে তিন নম্বরে কে নামতে পারেন!

Karun Nair: সুযোগ পাবেন না করুণ! সুপারস্টার 'কিড'কে একাদশে দেখছেন অজি তারকা
Image Credit: PTI FILE
| Updated on: Jun 07, 2025 | 6:02 PM
Share

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রোহিত-বিরাট পরবর্তী সময়ে ভারতের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। টি-টোয়েন্টিতে দেশের জার্সিকে আগেই বিদায় জানিয়েছিলেন। সদ্য টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন এই দুই সুপারস্টার। স্বাভাবিক ভাবেই আলোচনা চলছে ভারতের ব্যাটিং কম্বিনেশন নিয়ে। ওপেনিংয়ে যেমন রোহিতের পরিবর্ত চাই, তেমনই ব্যাটিং অর্ডারে বিরাটের চার নম্বরে কে! ক্যাপ্টেন শুভমন গিল যদি চারে ব্যাট করেন, তা হলে তিন নম্বরে কে নামতে পারেন!

দীর্ঘ প্রায় ৮ বছর পর টেস্ট টিমে প্রত্যাবর্তন হয়েছে করুণ নায়ারের। ঘরোয়া ক্রিকেটে গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন করুণ। ভারত এ দলের হয়ে তাঁকে আগেই ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরি। টেস্টে একাদশে জায়গা নিশ্চিত, এমনই বলা হচ্ছিল। যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অবশ্য মনে করছেন, করুণ নয়, সদ্য তরুণ সুপারস্টার সাই সুদর্শনকে ভারতের ব্যাটিং অর্ডারে তিন নম্বরে দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক সাই সুদর্শনকে নিয়ে বলছেন, ‘এ বারের আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে, সেটা ভুলে যান। ও এখনই সুপারস্টার। আমার মনে হয়, তিন নম্বরে ওই খেলবে। টেকনিকের দিক থেকে দুর্দান্ত। সব রকম শট খেলতে পারে। ওর খেলায় আমি মুগ্ধ। আগামীতে ভারতের ওপেনিং স্লটেও দেখা যেতে পারে সাইকে।’

এখনও অবধি যা মনে করা হচ্ছে, ভারতের ব্যাটিং কম্বিনেশন হতে পারে, ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। শুভমন গিল যদি তিনে ব্যাট করেন, সেক্ষেত্রে চারে করুণ নায়ারকে দেখা যেতে পারে। সাইকে খেলালে শুভমন চারে নামতে পারেন। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে হয়তো চিত্র আরও কিছুটা পরিষ্কার হতে পারে।