
গত মরসুমে তৃতীয় বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ। এর সিংভাগ কৃতিত্ব প্রাপ্য করুণের। ঘরোয়া মরসুমে চোখ ছানাবড়া করে দেওয়ার মতো ব্যাটিং করেছেন। ব্যাট হাতে বুঝিয়ে দিয়েছেন, ফুরিয়ে যাননি। আইপিএলের মঞ্চেও এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন। বিধ্বংসী এবং সত্যিকারের একটা ইমপ্যাক্ট ইনিংসও খেলেছেন। ভুললে চলবে না, বীরেন্দ্র সেওয়াগ ছাড়া ভারতীয়দের মধ্যে টেস্টে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড আর একজনেরই রয়েছে। তিনি করুণ নায়ার।
ক্রিকেট মাঠে যেমন দুর্লভ, ব্যক্তিগত জীবনেও? সানায়া তাঙ্কারিবালা। করুণ নায়ারের স্ত্রী। প্রেম দীর্ঘ সময়ের। একটা সময় অবধি তা নিঃশব্দেই ছিল। পরবর্তীতে প্রকাশ্যে আসে। ২০১৯ সালে বিয়ের প্রস্তাব। দীর্ঘদিনের প্রেমিকা কি আর মানা করতে পারেন করুণকে! পরের বছরই বিয়ে। পরিবার, আত্মীয়স্বজনই শুধু নয়, ভারতীয় ক্রিকেটের তারকা অর্থাৎ তাঁর বন্ধুরাও ছিলেন। প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত জীবনেও কেন ‘দুর্লভ’ প্রসঙ্গ আসছে!
ভারতের জনসংখ্য়া কত হবে? ধরে নিন ১৪০ কোটি। এর মধ্যে বিভিন্ন ধর্মের মানুষই রয়েছেন। করুণ নায়ার যাঁকে ঘরণী করেছেন সেই ধর্মের ভারতে পপুলেশন এক লাখও নয়! সানায়া আসলে পার্সি। মনের মিল যেখানে, ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। ভারতের পার্সি ধর্মের মানুষের সংখ্যা মাত্র ৭০ হাজারের মতো। তার মধ্যে থেকেই জীবনসঙ্গী খুঁজে পেয়েছিলেন করুণ। ক্রিকেটার করুণের স্ত্রী সানায়া সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। সব মিলিয়ে দুর্লভ বলা যায় কি? হয়তো হ্যাঁ…।