
কলকাতা: এশিয়া কাপে ভারতকে ধরা হচ্ছে কাপ জয়ের অন্যতম ফেভারিট হিসেবে। এশিয়ার ৮ দলের খেলা হলেও টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী। গত বিশ্বকাপের চ্যাম্পিয়নরা কিন্তু এশিয়া কাপ থেকেই স্ট্র্যাটেজি তৈরি করতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও সাজিয়ে নিতে চাইছেন দল। এশিয়া কাপের প্রথম একাদশ কী হবে, তা নিয়ে আলোচনার অন্ত নেই। তারই মধ্যে আবার প্রেস মিটে করা প্রশ্নের উত্তরে চমকে দিলেন সূর্য। কাল আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত। তার আগে সূর্যকে জিজ্ঞেস করা হয়, ভারত তো ফেভারিট। উত্তরে সূর্য বলে দিয়েছেন, ‘কে বলল? আমি তো শুনিনি!’
৮ দেশের ক্যাপ্টেনকে নিয়ে ছিল এশিয়া কাপের ট্রফি উন্মোচন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ক্যাপ্টেনরা। ভারতের পাশাপাশই পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ বাকি নেতারাও হাজির ছিলেন। সেখানেই সূর্য বলে দিয়েছেন, ‘যদি প্রস্তুতি খুব ভালো হয়, আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা যায়। বেশ কিছুদিন পর আমরা আবার এই ফর্ম্যাটে খেলছি। ৩-৪ দিন প্র্যাক্টিস হয়েছে। একসঙ্গে ভালো সময়ও কাটিয়েছি আমরা। এশিয়া কাপে নামার জন্য মুখিয়ে রয়েছি।’
পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি বলে দিয়েছেন, ‘কোনও দলই এশিয়া কাপে ফেভারিট নয়। টি-টোয়েন্টিতে কেউকেই ফেভারিট হিসেবে ধরা যায় না। নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে হয়। গতির খেলা। কয়েকটা ওভারেই খেলা বদলে যায়।’ এই এশিয়া কাপ পাকিস্তানের কাছে বড় পরীক্ষা। ভারতের বিরুদ্ধে ম্যাচে আলাদা নজর তো থাকবেই, সেই সঙ্গে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে গ্রিন আর্মিকে। গত চারটে সিরিজের মধ্যে তিনটে জয় পেয়েছে পাকিস্তান। এশিয়া কাপে হারলে কিন্তু সেই অতীত মনে রাখা হবে না। বরং চাপে পড়ে যাবেন পাকিস্তানের নতুন ক্যাপ্টেন। সলমন বলেছেন, ‘আফগানিস্তান, আমিরশাহীর সঙ্গে ত্রিদেশীয় সিরিজের মধ্যে দিয়ে আমরা এশিয়া কাপের প্রস্তুতি নিয়েছি।’