IPL 2022: রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে কোন রেকর্ড গড়লেন রাহুল?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 25, 2022 | 10:16 AM

KL Rahul: আইপিএলের নতুন দলে নতুন মরসুমটা বেশ উপভোগ করছেন লোকেশ রাহুল।

IPL 2022: রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে কোন রেকর্ড গড়লেন রাহুল?
IPL 2022: রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে রেকর্ড কোন রেকর্ড গড়লেন রাহুল?

Follow Us

মুম্বই: আইপিএলের নতুন দলে নতুন মরসুমটা বেশ উপভোগ করছেন লোকেশ রাহুল। সঞ্জীব গোয়েঙ্কার দল এ বারের আইপিএলের (IPL 2022) নিলামের আগেই লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক হিসেবে বেছে নেয় কেএল রাহুলকে (KL Rahul)। চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন সুপার জায়ান্টসের ক্যাপ্টেন। এখনও অবধি ৮ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৫ ম্যাচে জিতিয়েছেন। পাশাপাশি তিনি ব্যাক্তিগত পারফরম্যান্স দিয়েও নজর কেড়েছেন। আর আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) উল্টো দিকে পেলে তো কথাই নেই। রবিরাতে ওয়াংখেড়েতে জ্বলে উঠেছিল লখনউয়ের লোকেশের ব্যাট। এ বারের আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করে দলকে জেতালেন কেএল। এবং রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে এক রেকর্ডও গড়ে ফেলেছেন রাহুল।

আইপিএলে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ৩টি সেঞ্চুরি করার প্রথম রেকর্ড গড়ে ফেলেছেন লোকেশ রাহুল। তার মধ্যে চলতি আইপিএলেই মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি হয়ে গেল রাহুলের। রবিরাতে ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন রাহুল। এর আগে ১৬ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৬০ বলে ১০৩ রানে নট আউট ইনিংস উপহার দিয়েছিলেন রাহুল। আইপিএলে ২০১৯ সালে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে ৬৪ বলে ১০০ রান করেছিলেন। উল্লেখ্য, এক মরসুমে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ২০১৬ সালে জোড়া সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ভিকে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন। আর চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই রেকর্ড গড়ে ফেললেন কেএল।

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম ৫-এ রয়েছেন কারা জেনে নিন —

  1. আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় শীর্ষে রয়েছে ইউনিভার্সাল বস ক্রিস গেইল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৬টি সেঞ্চুরি করেছেন গেইল।
  2. আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (৫)।
  3. আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার (৪)।
  4. আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় চার নম্বরে রয়েছেন শেন ওয়াটশন (৪)।
  5. আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন লোকেশ রাহুল (৪)।

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: দুই কিংসের লড়াইয়ের আগে দেখে নিন বেগুনি টুপির দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কারা

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি রাহুলকে পৌঁছে দিল অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে

আরও পড়ুন: PBKS vs CSK IPL 2022 Match Prediction: প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে ধোনি, জাড্ডুদের চেন্নাই

Next Article