IND VS AUS: রোহিতদের আগেই অস্ট্রেলিয়ায় দুই প্লেয়ার, খেলবেন ‘এ’ দলের হয়ে
Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়ায় একাদশে সুযোগ পাওয়া কঠিন সরফরাজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ১৫০ রানের ইনিংসও খেলেছেন। কিন্তু ধারাবাহিকতার অভাব। অভিজ্ঞ লোকেশ রাহুলকে বসিয়ে তাঁকে জায়গা করে দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ায় প্রথম ভাবনায় যে লোকেশ রাহুল, একটা সিদ্ধান্তেই যেন পরিষ্কার।
নিউজিল্যান্ড সিরিজ শেষ। ভারতীয় ক্রিকেটে হতাশার পরিস্থিতি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হার। সিনিয়র প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। ধারাবাহিকতা দেখাতে পারেননি সরফরাজের মতো জুনিয়র ক্রিকেটারও। অস্ট্রেলিয়া সফরের জন্য তাই বিশেষ ভাবনা টিম ম্যানেজমেন্টের। যা পরিস্থিতি, অস্ট্রেলিয়ায় একাদশে সুযোগ পাওয়া কঠিন সরফরাজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ১৫০ রানের ইনিংসও খেলেছেন। কিন্তু ধারাবাহিকতার অভাব। অভিজ্ঞ লোকেশ রাহুলকে বসিয়ে তাঁকে জায়গা করে দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ায় প্রথম ভাবনায় যে লোকেশ রাহুল, একটা সিদ্ধান্তেই যেন পরিষ্কার।
অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হচ্ছে ২২ নভেম্বর। ভারত এ দল অস্ট্রেলিয়ায় রয়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় স্কোয়াডের সদস্য অভিমন্যু ঈশ্বরণ, নীতীশ রেড্ডি এবং প্রসিধ কৃষ্ণরা এ দলের হয়ে খেলছেন। ভারতের সিনিয়র দল অস্ট্রেলিয়া যাবে ১০ নভেম্বর। রোহিত-বিরাটদের আগেই অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হচ্ছে লোকেশ রাহুল এবং কিপার-ব্যাটার ধ্রুব জুরেলকে। ভারত এ দলের হয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে খেলবেন তাঁরা।
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল ধ্রুব জুরেলের। শ্রেয়স, রাহুলদের পুরো সিরিজে পাওয়া যায়নি। ছিলেন না ঋষভ পন্থও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ধ্রুব জুরেলের। অভিষেক সিরিজে নজর কাড়লেও পন্থ ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন। অন্য দিকে, লোকেশ রাহুলের অভিজ্ঞকে নিউজিল্যান্ড সিরিজে পর্যাপ্ত সুযোগই দেওয়া হয়নি। রাহুল অস্ট্রেলিয়ায় খেলেছেন। এ বারও তাঁর উপর ভরসা। পাশাপাশি ধ্রুব জুরেলকেও রেডি রাখা হচ্ছে। ৭ নভেম্বর থেকে এমসিজি-তে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় ম্যাচ। চারদিনের এই ম্যাচে খেলবেন রাহুল ও ধ্রুব।