T20 World Cup 2021: নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্বে হয়তো রাহুল

পরের সপ্তাহেই নিউজিল্যান্ড সিরিজের দল গঠনে বৈঠকে বসবে নির্বাচক কমিটি (Selection Committee)। বোর্ডের এক কর্তা বলেন, 'সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে নিউজিল্যান্ড সিরিজে। টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।' উল্লেখ্য ভারত-নিউজিল্যান্ড সিরিজেই দর্শক ফিরছে গ্যালারিতে। ওই প্রসঙ্গে বোর্ডের কর্তা বলেন, 'স্টেডিয়ামে দর্শক ফিরছে। তবে হাউসফুল নয়। কোভিডবিধি মেনেই দর্শক প্রবেশ করবে গ্যালারিতে।'

T20 World Cup 2021: নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্বে হয়তো রাহুল
লোকেশ রাহুল। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 02, 2021 | 2:37 PM

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) শেষের পরই দেশের মাঠে নিউজিল্যান্ড (New Zealand) সিরিজ। দেশের মাঠে টি-টোয়েন্টি আর টেস্ট সিরিজ খেলবে কিউয়িরা। ৩টে টি-টোয়েন্টি সিরিজ আর ২টো টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাসহ (Rohit Sharma) একাধিক সিনিয়র ক্রিকেটারদের। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে লোকেশ রাহুলকে (KL Rahul)।

পরের সপ্তাহেই নিউজিল্যান্ড সিরিজের দল গঠনে বৈঠকে বসবে নির্বাচক কমিটি (Selection Committee)। বোর্ডের এক কর্তা বলেন, ‘সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে নিউজিল্যান্ড সিরিজে। টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।’ উল্লেখ্য ভারত-নিউজিল্যান্ড সিরিজেই দর্শক ফিরছে গ্যালারিতে। ওই প্রসঙ্গে বোর্ডের কর্তা বলেন, ‘স্টেডিয়ামে দর্শক ফিরছে। তবে হাউসফুল নয়। কোভিডবিধি মেনেই দর্শক প্রবেশ করবে গ্যালারিতে।’

টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পরই বাবল ফ্যাটিগের প্রসঙ্গ তোলেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ড সফর থেকে টানা জৈব সুরক্ষা বলয়ে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাই বিরাটদের বিশ্রাম দেওয়া হবে সীমিত ওভারের সিরিজে। বুমরার ওই মন্তব্যকে সমর্থন করেন বোর্ডের এক কর্তা।

১৭ নভেম্বর থেকে জয়পুরে শুরু ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ১৯ তারিখ রাঁচিতে দ্বিতীয় টি-২০। ২১ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ তারিখ থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর থেকে মুম্বইতে শুরু দ্বিতীয় টেস্ট।

 

আরও পড়ুন: Eoin Morgan: আন্তর্জাতিক টি-২০-তে ধোনি-অসগরকে ছাপিয়ে ক্যাপ্টেন হিসেবে মর্গ্যানের নয়া রেকর্ড