Eoin Morgan: আন্তর্জাতিক টি-২০-তে ধোনি-অসগরকে ছাপিয়ে ক্যাপ্টেন হিসেবে মর্গ্যানের নয়া রেকর্ড
টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড (England)। সেই সঙ্গে সোমবারের ম্যাচে শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে তাঁদের ক্যাপ্টেনও গড়ে ফেললেন এক নয়া নজির। চলতি বিশ্বকাপে লঙ্গানদের হারিয়ে ইওন মর্গ্যান (Eoin Morgan) ছাপিয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং সদ্য অবসর নেওয়া আফগানিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন অসগর আফগানকে (Asghar Afghan)। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে (T20I) ক্যাপ্টেন হিসেবে সুপার ওভার ও বোল আউট ম্যাচ মিলিয়ে সব থেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন হিসেবে জয়ের নজির গড়লেন মর্গ্যান।
Most Read Stories