AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Tour of South Africa: দক্ষিণ আফ্রিকায় রাহুল হয়তো বিরাটের ডেপুটি

বিরাট-রোহিত বিতর্কিত সমীকরণে রাহুলই ভাইস ক্যাপ্টেন হিসেবে পছন্দের মুখ বিসিসিআইয়ের (BCCI)।

India Tour of South Africa: দক্ষিণ আফ্রিকায় রাহুল হয়তো বিরাটের ডেপুটি
India Tour of South Africa: দক্ষিণ আফ্রিকায় রাহুল হয়তো বিরাটের ডেপুটি (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 1:46 PM
Share

মুম্বই‌: ভারতীয় ক্রিকেটে যখন বিতর্ক তুঙ্গে, তখন দক্ষিণ আফ্রিকা সফরে (India Tour of South Africa) টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) ডেপুটি হিসেবে উঠে আসছে লোকেশ রাহুলের (KL Rahul) নাম। টেস্ট টিমে রোহিত শর্মাকে সহ অধিনায়ক করা হলেও হ্যামস্ট্রিংয়ের চোটে সরে গিয়েছেন টেস্ট টিম থেকে। পরিবর্তিত পরিস্থিতিতে রোহিতের টি-টোয়েন্টি টিমের ডেপুটি রাহুলকেই ভাইস ক্যাপ্টেন করা হতে পারে।

দুই ক্যাপ্টন বিতর্কে ফালাফালা ভারতীয় ক্রিকেট। রোহিত টেস্ট টিম থেকে সরে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই রটে গিয়েছিল, বিরাট দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন। পরিবারের সঙ্গে ওই সময়টা কাটাতে চান। আর তা নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। বিরাট-রোহিত সম্পর্কে যে চিড় ধরেছে, তা পরিষ্কার হয়ে গিয়েছিল। পরে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ওয়ান ডে সিরিজের সময় বিরাট ছুটি নেওয়ার ব্যাপারে সরকারি ভাবে বোর্ডের কাছে কোনও আবেদন করেননি।

দুটো প্রশ্ন উঠে তবু আসছে। এক, তা হলে কি বিরাট মৌখিক অনুমতি চেয়েছেন ছুটি নেওয়ার ব্যাপারে? দুই, রোহিতের ক্যাপ্টেন্সিতে খেলা এড়িয়ে যেতে চাইছেন? প্রথম প্রশ্ন তাও তুলে রাখা যেতে পারে। কিন্তু দ্বিতীয় প্রশ্ন নিয়ে জলঘোলা চলছেই। যতই ঘুরিয়ে বিতর্ক মেটানোর চেষ্টা করুক বোর্ড, কর্তাদের একাংশ আবার দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকা সফরের পর দুই ক্যাপ্টেনকে মুখোমুখি বসিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। এতেও প্রশ্ন মিটছে না। দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সফরের আগেই কেন বোর্ড এই সমস্যা মেটাতে চাইছে না? কেন দুই ক্যাপ্টেনকে মুখোমুখি এখনই বসানোর উদ্যোগ নেওয়া হবে না?

বিরাট-রোহিত বিতর্কিত সমীকরণে রাহুলই ভাইস ক্যাপ্টেন হিসেবে পছন্দের মুখ বিসিসিআইয়ের (BCCI)। কেন? এর আগের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেতে যে আর আস্থা নেই, তা বুঝিয়ে দিয়েছে বোর্ড। তা ছাড়া ফর্মের ধারেকাছে নেই তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে কিছু করতে না পারলে টিমেও জায়গা হারাতে হতে পারে। এই পরিস্থিতিতে নতুন কাউকে প্রজেক্ট করতে হবে। তিন ধরনের ফর্ম্যাটে নিয়মিত এবং ফর্মের বিচারে রাহুল ছাড়া আর কেউ হতে পারেন না। সেই সঙ্গে বোর্ডের মানসিকতা থেকে একটা ব্যাপার পরিষ্কার, লাল ও সাদা বলের ক্রিকেটে দুই ক্যাপ্টেন তত্ত্বে চলে গেলেও তিন ফর্ম্যাটে ভাইস ক্যাপ্টেন একজনই থাকছেন। যদিও ওয়ান ডে-তে সহ অধিনায়ক কে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে ওই ফর্ম্যাটেও যে রাহুলই ডেপুটি হবেন রোহিতের, তা নিয়ে খুব একটা সংশয় নেই।