IND A vs AUS A: লোকেশ রাহুলের অপরাজিত ১৭৬, অবিশ্বাস্য রান তাড়া করে জয়

Indian Cricket News: টেস্ট সিরিজের আগে এই দু-জনের পারফরম্যান্স ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির। প্রথম বেসরকারি টেস্ট ড্র হয়েছিল। সেই ম্যাচে দেড়শো করেছিলেন দেবদত্ত পাড়িক্কাল। দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ফ্লপ ভারতের ব্যাটিং। ম্যাচের চতুর্থ ইনিংসে দেখা গেল রাহুলের ক্লাস ইনিংস।

IND A vs AUS A: লোকেশ রাহুলের অপরাজিত ১৭৬, অবিশ্বাস্য রান তাড়া করে জয়
Image Credit source: PTI FILE

Sep 26, 2025 | 5:43 PM

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট পাঁচ উইকেটে জিতল ভারত এ দল। অবিশ্বাস্য রান তাড়া করে জয়। আর তা সম্ভব হল জোড়া সেঞ্চুরির সৌজন্যে। লোকেশ রাহুল ও সাই সুদর্শন জয়ের নায়ক হয়ে রইলেন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াডে রয়েছেন। টেস্ট সিরিজের আগে এই দু-জনের পারফরম্যান্স ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির। প্রথম বেসরকারি টেস্ট ড্র হয়েছিল। সেই ম্যাচে দেড়শো করেছিলেন দেবদত্ত পাড়িক্কাল। দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ফ্লপ ভারতের ব্যাটিং। ম্যাচের চতুর্থ ইনিংসে দেখা গেল রাহুলের ক্লাস ইনিংস।

দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন ধ্রুব জুরেল। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। প্রথম ইনিংসে ৪২০ রান করে অস্ট্রেলিয়া এ দল। মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণর বোলিংও হতাশ করেছিল। পাঁচ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার মানব সুথার। জবাবে ভারতীয় দল মাত্র ১৯৪ রানেই গুটিয়ে গিয়েছিল। একমাত্র হাফসেঞ্চুরি প্লাস ইনিংস খেলেছিলেন সাই সুদর্শন (৭৫)। প্রথম ইনিংসের বড় লিড, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করতে হত। সেটাই হয়। ১৮৫ রানে অজিদের অলআউট করেন সিরাজরা।

ভারত এ দলের সামনে ৪১২ রানের বিশাল টার্গেট ছিল। চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা সহজ নয়। কালে ভদ্রে সাফল্য মেলে। ওপেনার নারায়ণ জগদীশন ৩৬ রান করেছিলেন। আর এক ওপেনার লোকেশ রাহুল আহত হয়ে মাঠ ছেড়েছিলেন। পরে আবারও ব্য়াটিংয়ে নামেন। ঝকঝকে সেঞ্চুরির পরও এগিয়ে যান। অন্য দিকে, তিনে নামা সাই সুদর্শন সেঞ্চুরির পর ইনিংস এগোতে পারেননি। মিডল অর্ডারে দেবদত্ত ব্যর্থ। ক্যাপ্টেন ধ্রুব ৫৬ করেন। অলরাউন্ডার নীতীশ রেড্ডিকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। ১৬টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। ১৭৬ রানের অপরাজিত ইনিংস রাহুলের।