
লর্ডসে ফের সেঞ্চুরি লোকেশ রাহুলের। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন সমতায়। ১-১ অবস্থায় রয়েছে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া লক্ষ্য দু-দলেরই। তবে ইংল্যান্ড যে খেলার স্টাইলের জন্য পরিচিত, বিশেষ করে ঘরের মাঠে, তা অবশ্য এই সিরিজে দেখা যায়নি। ফ্ল্যাট পিচে দাপট দেখিয়েছে ভারতীয় ব্যাটাররা। লর্ডসে পেস ও গতির পিচের প্রত্যাশা থাকলেও তা হয়নি। মন্থর পিচে ব্যাটাররা সমস্যায় পড়ছেন। এর মাঝেই ধৈর্যশীল এবং উপযোগী ইনিংস লোকেশ রাহুলের।
বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন জসপ্রীত বুমরা। কেরিয়ারের ১৫তম এবং বিদেশের মাটিতে ১৩তম ফাইফার নিয়েছেন। আর এতেই লর্ডসের অনার বোর্ডে প্রথম বার নাম লিখিয়েছেন জসপ্রীত বুমরা। ব্যাটিংয়ে অনার বোর্ডে নাম লেখালেন লোকেশ রাহুল। ম্যাচের তৃতীয় দিন লাঞ্চের আগেই হয়তো সেঞ্চুরিটা হয়ে যেত। তবে ঋষভ পন্থের রান আউটে নির্ধারিত সময়ের একটু আগেই ব্রেক নেওয়া হয়।
লাঞ্চ বিরতির পরই সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি, লর্ডসে দ্বিতীয়। সেঞ্চুরির পরই অবশ্য আউট। অফস্পিনার শোয়েব বশিরের বোলিংয়ে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ। তবে লর্ডসে দ্বিতীয় বার অনার বোর্ডে নাম লিখিয়ে রেকর্ড গড়েছেন রাহুল। ২৯ বছরে প্রথম বার লর্ডসে একাধিক সেঞ্চুরির রেকর্ড ভারতীয় ব্যাটারদের মধ্যে। শেষ বার দিলীপ বেঙ্গসরকার একাধিক সেঞ্চুরি করেছিলেন লর্ডসে।
💯 runs
1⃣7⃣7⃣ deliveries
1⃣3⃣ foursA knock of patience and composure from @klrahul ✨
Updates ▶️ https://t.co/X4xIDiSUqO#TeamIndia | #ENGvIND pic.twitter.com/Rde8gXhF5a
— BCCI (@BCCI) July 12, 2025