KL Rahul ভিডিয়ো: মেয়ে কেমন? সন্তানকে নিয়ে যা বললেন লোকেশ রাহুল…
Delhi Capitals-KL Rahul: প্রথম ম্যাচটিতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি। তেমনই পরিবারে নতুন সদস্যের জন্য স্পেশাল সেলিব্রেশনে মাতেন টিমের বাকি সদস্যরা। মেয়ে দেখতে কেমন? লোকেশ রাহুলের ভিডিয়ো দুর্দান্ত অনুভূতির।

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুম অবধি ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। এ মরসুমে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। দিল্লির প্রথম ম্যাচে অবশ্য খেলতে পারেননি। সদ্য কন্যা সন্তানের পিতা হয়েছেন লোকেশ রাহুল। এরপরই টিমের সঙ্গে যোগ দেন। সানরাইজার্স ম্যাচটিতে খেলছেন। প্রথম ম্যাচটিতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি। তেমনই পরিবারে নতুন সদস্যের জন্য স্পেশাল সেলিব্রেশনে মাতেন টিমের বাকি সদস্যরা। মেয়ে দেখতে কেমন? লোকেশ রাহুলের ভিডিয়ো দুর্দান্ত অনুভূতির।
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের সময় জাতীয় দলের সতীর্থ নীতীশ কুমার রেড্ডি সঙ্গে আড্ডায় দেখা যায় রাহুলকে। নীতীশ কুমার রেড্ডির সঙ্গে আড্ডায় কেএল রাহুল তাঁর কন্যাসন্তান সম্পর্কে প্রথম বিবরণ দিয়েছেন। নীতীশ কুমার রেড্ডিই সন্তান সম্পর্কে জিজ্ঞেস করেন কেএল রাহুলকে। রাহুল তাঁকে জবাবে জানান যে তাঁর কন্যা ভালো রয়েছে। তারপর হাতের ইঙ্গিতে বুঝিয়ে আরও যোগ করেন,’ও খুবই ছোট।’
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে দিল্লি শিবিরে যোগ দেন রাহুল। সেই ম্যাচে খেলেছিলেন। শুরুটা বিধ্বংসীও করেন। নতুন দলের জার্সিতে প্রথম ম্যাচে বড় ইনিংস অবশ্য আসেননি। লেগস্পিনার জিশান আনসারির দুর্দান্ত ডেলিভারিতে ফেরেন। ৫ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। তবে ছোট্ট ইনিংস খেললেও ছন্দে এবং আত্মবিশ্বাসী দেখিয়েছে রাহুলকে।
View this post on Instagram





