India vs England 2021: সেঞ্চুরির সেলিব্রেশনেই যেন জবাব দিলেন রাহুল

Mar 26, 2021 | 7:00 PM

১১৪ বলে ১০৮ রানের চমৎকার ইনিংস খেললেন। ৭টা চার ও ২টো ছয় দিয়ে সাজিয়েছেন ইনিংস। সেঞ্চুরির পর যে ভাবে ব্যাট তুলেছিলেন রাহুল (KL Rahul), মনেই হচ্ছিল স্বস্তি পেয়েছেন।

India vs England 2021: সেঞ্চুরির সেলিব্রেশনেই যেন জবাব দিলেন রাহুল
সৌজন্যে-বিসিসিআই টুইটার

Follow Us

পুনে: শিখর ধাওয়ান আগের ম্যাচে ঝলসে উঠেছিলেন। এ বার লোকেশ রাহুল (KL Rahul)। যে দুই ব্যাটসম্যানের ছন্দ হারানো নিয়ে চাপে ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তাঁরাই এখন স্বস্তি দিচ্ছেন। তবে, মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি শিখর। রাহুল অবশ্য বহু দিন পর নিজের সেঞ্চুরি করলেন। ১১৪ বলে ১০৮ রানের চমৎকার ইনিংস খেললেন। ৭টা চার ও ২টো ছয় দিয়ে সাজিয়েছেন ইনিংস। সেঞ্চুরির পর যে ভাবে ব্যাট তুলেছিলেন রাহুল, মনেই হচ্ছিল স্বস্তি পেয়েছেন।

টো-টোয়েন্টি সিরিজে তাঁর পর পর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই। বহু দিন পর রানে ফেরা রাহুল বলেছেন, ‘রান করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। টি-টোয়েন্টি সিরিজে যখন রান পাচ্ছিলাম না, হতাশা বাড়ছিল। কিন্তু কখনও সখনও ব্যর্থতা সত্ত্বেও এগিয়ে যেতে হয়।’

 

 

দুই ওপেনার শিখর ও রোহিত পর পর ফিরে যাওয়ার পর বিরাটের সঙ্গে লম্বা জুটি তৈরি হয়েছিল। তার পর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ৩৩৬-৬-এ পৌঁছে দিয়েছেন ভারতকে। রাহুল বলছেন, ‘বিরাট আর ঋষভের সঙ্গে পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ ছিল। আমি শুধু নিজের দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি।’

সেঞ্চুরির সেলিব্রেশন নিয়ে রাহুল অকপট, ‘ওই সেলিব্রেশনটা নিজেকে ব্যাখ্যা করার জন্য করেছিলাম। আমাকে ঘিরে আওয়াজ ছিল, সেটা বন্ধ করার জন্য। কাউকে অপমান করতে চাইনি। কিছু মানুষ সর্বত্রই থাকে, যারা অন্যের সমালোচনা করতে ভালোবাসে।’

আরও পড়ুন: India Vs England 2021: বিরাটের নয়া কীর্তি

বিরাটকে সঙ্গে নিয়ে যখন এগোচ্ছিলেন, তখনই ৩০০ রানের টার্গেট ছিল রাহুলের মাথায়। কিন্তু সেটাকেও ছাপিয়ে টিমকে পৌঁছে দিয়েছেন অত্যন্ত ভালো জায়গায়। রাহুল বলেছেন, ‘বিরাটের সঙ্গে ব্যাট করার সময় মাথায় ছিল যে, বোর্ডে ৩০০ রান অন্তত রাখার চেষ্টা করব। কারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ভালো। লক্ষ্যের থেকে কিছুটা বেশিই তুলতে পেরে ভালো লাগছে।’

Next Article