RCB vs RR, IPL 2023: আরসিবি ও পিঙ্ক আর্মির লড়াইয়ে বিরাট-অশ্বিনরা গড়তে পারেন যে মাইলস্টোনগুলি

IPL 2023: চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ, রবিবার ১৬তম আইপিএলের ম্যাচে মুখোমুখি ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এই ম্যাচে বেশ কয়েকজন ক্রিকেটারের সামনে রয়েছে কয়েকটি মাইলস্টোন গড়ার সুযোগ।

RCB vs RR, IPL 2023: আরসিবি ও পিঙ্ক আর্মির লড়াইয়ে বিরাট-অশ্বিনরা গড়তে পারেন যে মাইলস্টোনগুলি
RCB vs RR, IPL 2023: আরসিবি ও পিঙ্ক আর্মির লড়াইয়ে বিরাট-অশ্বিনরা গড়তে পারেন যে মাইলস্টোনগুলি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 8:45 AM

বেঙ্গালুরু: আইপিএল (IPL) চলাকালীন শনি ও রবিবার মানেই ক্রিকেট প্রেমীদের ডাবল মজা। কারণ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডাবল হেডার থাকে শনিবার ও রবিবার। আজ সুপার সানডে-তে রয়েছে আইপিএলের (IPL 2023) জোড়া ম্যাচ। রবি-বিকেলে ঘরের মাঠে পিঙ্ক আর্মির বিরুদ্ধে নামবে আরসিবি। দু’টো দলই এখনও অবধি ১৬তম আইপিএলে ৬টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে রাজস্থান জিতেছে ৪টি, তাই গোলাপী শহরের দলের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। অন্যদিকে বিরাট কোহলির দল জিতেছে ৩টি ম্যাচে, তাই তাঁদের পয়েন্ট ৬। রবিবাসরীয় আইপিএলে ব্যাঙ্গালোর বনাম রাজস্থান (RCB vs RR) ম্যাচে দুই দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি মাইলস্টোন গড়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন। সেই রেকর্ডগুলি কী কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আরসিবি বনাম রাজস্থান ম্যাচে বেশ কয়েকজন ক্রিকেটার কয়েকটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেগুলি হল –

  • বিরাট কোহলি – আইপিএলের ইতিহাসে ৭ হাজার রান থেকে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৯৭ রান দূরে রয়েছেন।
  • ফাফ ডু’প্লেসি – টি-২০ ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ হওয়া থেকে ৫১ রান দূরে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। একইসঙ্গে রাজস্থানের বিরুদ্ধে যদি ডু’প্লেসি ৬টি চার মারতে পারেন, তা হলে টি-২০ ক্রিকেটে ৮০০টি চার মারার রেকর্ড গড়বেন প্রোটিয়া তারকা ক্রিকেটার।
  • দীনেশ কার্তিক – টি-২০ ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ হওয়া থেকে ১৪ রান দূরে রয়েছেন আরসিবির উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক।
  • ডেভিড উইলি – আরসিবির তারকা ডেভিড উইলি টি-২০ ক্রিকেটে ২৫০ উইকেট থেকে ৬ উইকেট দূরে রয়েছেন।
  • হর্ষল প্যাটেল – টি-২০ ক্রিকেটে ২৫০টি উইকেট পূর্ণ হওয়া থেকে ৫টি উইকেট দূরে রয়েছেন আরসিবির তারকা হর্ষল প্যাটেল।
  • রবিচন্দ্রন অশ্বিন – রাজস্থান রয়্যালসের সিনিয়র তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন তাঁর টি-২০ ক্রিকেট কেরিয়ারে ৩০০টি উইকেট হওয়া থেকে ৫টি উইকেট দূরে রয়েছেন।
  • ট্রেন্ট বোল্ট – আইপিএলে উইকেটের সেঞ্চুরি থেকে রাজস্থান রয়্যালসের ট্রেন্ট বোল্ট মাত্র ১টি উইকেট দূরে রয়েছেন।