IPL 2025, SRH: শর্মার পর ভার্মাকে লঞ্চ করছে সানরাইজার্স হায়দরাবাদ! প্রস্তুতি ম্যাচে ঝড় তোলা এই তরুণ সম্পর্কে জানেন?

Mar 16, 2025 | 4:50 PM

Sunrisers Hyderabad, IPL 2025: কিছুদিন আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। গত কাল অর্থাৎ শনিবার একটি প্রস্তুতি ম্যাচও খেলে সানরাইজার্স। আর তাতে ঈশান কিষাণ, অভিষেক শর্মাদের পাশাপাশি এক তরুণ তুর্কির ব্যাটিং সকলের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

IPL 2025, SRH: শর্মার পর ভার্মাকে লঞ্চ করছে সানরাইজার্স হায়দরাবাদ! প্রস্তুতি ম্যাচে ঝড় তোলা এই তরুণ সম্পর্কে জানেন?
Image Credit source: SRH

Follow Us

হাতে আর কয়েকটা দিন। এরপরই শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। ১৮ তম সংস্করণ শুরু হচ্ছে ২২ মার্চ। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতার দিন ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। কিছুদিন আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। গত কাল অর্থাৎ শনিবার একটি প্রস্তুতি ম্যাচও খেলে সানরাইজার্স। আর তাতে ঈশান কিষাণ, অভিষেক শর্মাদের পাশাপাশি এক তরুণ তুর্কির ব্যাটিং সকলের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে বিধ্বংসী ক্রিকেট খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে পৌঁছলেও শেষ অবধি কলকাতা নাইট রাইডার্সের কাছে হারে রানার্স হয় তারা। টুর্নামেন্টে একের পর এক বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা দেখা গিয়েছিল। বিশেষ করে বলতে হয় দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের কথা। এরপর মিডল অর্ডারে ছিলেন ক্লাসেন। শর্মার পর এ বার কি ভার্মাকে লঞ্চ করবে সানরাইজার্স হায়দরাবাদ?

ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন ২৩ বছরের অনিকেত ভার্মা। জন্ম উত্তর প্রদেশের ঝাঁসিতে। যদিও ঘরোয়া ক্রিকেটে খেলেন মধ্য প্রদেশের হয়ে। ডানহাতি ব্যাটার। মিডিয়াম পেসটাও করে থাকেন। সম্প্রতি বোর্ডের অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টে কর্নাটকের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন। এ ছাড়াও বুচিবাবু টুর্নামেন্টেও সেঞ্চুরি। তাঁর দিকে বিশেষ নজর পড়ে মধ্য প্রদেশ প্রিমিয়ার লিগে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ৬১ গড়ে ২৪৪ রান করেছিলেন। স্ট্রাইকরেট ২০৫-এরও বেশি!

আইপিএলের মেগা অকশনে তাঁকে মাত্র ৩০ লক্ষ টাকায় নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর মরসুমের প্রথম প্রস্তুতি ম্যাচেই ১৭ বলে ৪৬ রানের ইনিংসে বুঝিয়ে দিয়েছেন, আইপিএলের মতো বড় মঞ্চে খেলার জন্য কতটা উদগ্রীব অনিকেত।

Next Article