Sachin Tendulkar: সচিনের কাছে বিশেষ অনুশীলনে স্বপ্নপূরণ কলকাতার খুদের
সচিনের সঙ্গে শাহিদের কাটানো মুহূর্তের ভিডিও পোস্ট করেন শাহিদের বাবা। সেখানে লেখেন, 'আমার ছেলের বয়স মাত্র ৫ বছর। ওর রোল মডেল সচিনের সঙ্গে সময় কাটিয়ে স্বপ্ন পূরণ হয়েছে। আমার ছেলে এক জন সফল ক্রিকেটার হতে চায়। ওর স্বপ্নের নায়কের সঙ্গে ওকে দেখতে পেয়ে খুব খুশি আমি।'
মুম্বই: একেই বলে স্বপ্নপূরণ। যে স্বপ্নের জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিল ৫ বছরের এক খুদে ক্রিকেটার। কলকাতার ৫ বছরের এক ক্রিকেটার, শেখ শাহিদ। সোশ্যাল দুনিয়ায় খুদে ক্রিকেটারের ব্যাটিং ভিডিও ভাইরাল হয়ে যায়। যে ব্যাটিং ফুটেজ দেখে মজেছিলেন সচিন (Sachin Tendulkar) থেকে ওয়ার্ন (Shane Warne)। অবশেষে সচিনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেল কলকাতার শাহিদ। তাও আবার একদিন নয়, পাঁচ দিন। শাহিদের বাবা এক সেলুনে কাজ করেন। ছেলের ব্যাটিং ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। গত মাসে যে ভিডিও দেখে টুইট করেছিলেন শেন ওয়ার্নও। শাহিদকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। কলকাতার এই ছেলেকে নিজের অ্যাকাডেমিতে ডেকেছিলেন মাস্টার ব্লাস্টার। ক্রিকেট আইডলের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারে খুশি শাহিদও।
সচিনের সঙ্গে শাহিদের কাটানো মুহূর্তের ভিডিও পোস্ট করেন শাহিদের বাবা। সেখানে লেখেন, ‘আমার ছেলের বয়স মাত্র ৫ বছর। ওর রোল মডেল সচিনের সঙ্গে সময় কাটিয়ে স্বপ্ন পূরণ হয়েছে। আমার ছেলে এক জন সফল ক্রিকেটার হতে চায়। ওর স্বপ্নের নায়কের সঙ্গে ওকে দেখতে পেয়ে খুব খুশি আমি।’
Me And my role model ❤❤?? pic.twitter.com/9ytEdF6GI8
— sk shahid (@shahidsk192016) March 11, 2022
Dream come true . Thanks? @sachintendulkar sir. First time flight first time mumbai never imagine play in front of you At my 5 years of age . Lovely gesture from everyone there.not enough to say thank? you. pic.twitter.com/r5t9Y196b7
— sk shahid (@shahidsk192016) March 10, 2022
শাহিদের ব্যাটিং সামনে থেকে দাঁড়িয়ে দেখেন সচিন। বেশ কিছু পরামর্শও দেন মাস্টার ব্লাস্টার। শাহিদের বাবা চান, সচিনের কাছেই পেশাদার ট্রেনিং নিক তার ছেলে। শাহিদের বাবা আরও বলেন, ‘ক্রিকেটের পাশাপাশিতে সচিনের অ্যাকাডেমিতে সাঁতারও শেখে শাহিদ। একই সঙ্গে অন্যান্য অনুশীলনও করে। কোন বলকে ব্যাক ফুটে খেলা উচিত আর কোন বলকে ফ্রন্ট ফুটে খেলা উচিত সেই পরামর্শ দেন সচিন। কি ভাবে ক্যাচ নিতে হয় আর কি ভাবে ব্যাট ধরতে হয়, সেটাও দেখায় সচিন। আমার ছেলের প্রশংসাও করেছেন সচিন। তিনি বলেন, শাহিদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে।’
আরও পড়ুন: IPL 2022 LSG Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে নতুন দল লখনউয়ের সূচি