KKR, IPL 2023: নাইট সমর্থকদের জন্য বিরাট চমক! হবেন নাকি কেকেআরের ফাটাফাটি ক্লাবের সদস্য?
IPL 2023: এ বারের আইপিএলে কেকেআরের যাত্রা শুরু হবে ১ এপ্রিল।
কলকাতা: আইপিএল (IPL) মানেই একাধিক দলের হাড্ডাহাড্ডি লড়াই। শুধু দলের নয়, সমর্থকদের মধ্যেও চলে ধুন্ধুমার লড়াই। অনেক সময় পছন্দের ক্রিকেটার ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে থাকার জন্য প্রিয় বন্ধুরাও আলাদা দলে ভাগ হয়ে যায়। সকলেই নিজের প্রিয় দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি দেখতে চায়। অতিমারি করোনার জন্য গত দু’বছর হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএল হয়নি। ফলে দু’বছর পর ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগ পাচ্ছে আইপিএলের ১০ দল। যে কারণে ইডেনেও এ বার উপচে পড়বে কেকেআরের সমর্থকরা। আগের মতো আর কেকেআর (KKR) দল নেই। খোলনলচে বদলে গিয়েছে। আরও ভালো করে বললে নিলামের পর বদলে গিয়েছে নাইট শিবির। আর কয়েকটা দিন পরই আইপিএল জ্বরে কাবু হতে চলেছে ইডেন। সদ্য নাইটদের নতুন জার্সিও উন্মোচন হয়েছে। পাশাপাশি দলের সকল ক্রিকেটারদের সঙ্গে সমর্থকদের আলাদা সম্পর্ক স্থাপন করতে এক নতুন উদ্যোগ নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। কী সেই উদ্যোগ জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদন।
এ বার নাইট সমর্থকদের জন্য বিশেষ সুখবর এনেছে কেকেআর। কিং খানের দলের তিন ক্রিকেটার নীতীশ রানা, রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ার কেকেআরের সোশ্যাল মিডিয়ায় তাঁদের ক্লাবের নতুন উদ্যোগের খবর জানিয়েছেন। আসলে কেকেআরের নতুন প্রয়াস হল ‘ফাটাফাটি ক্লাব’। এই বিশেষ ক্লাব তৈরি হচ্ছে সমর্থকদের জন্য। যেখানে ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকরাও থাকবেন। দলের জয়ে সামিল হতে পারবেন নাইট প্রেমীরা। এখনও এই ক্লাবের দ্বার কেকেআরের ভক্তদের জন্য উন্মোচিত হয়নি। শীঘ্রই খুলবে ফাটাফাটি ক্লাবের দরজা। ভিডিয়োতে নীতীশ রানা, রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ারদের বলতে শোনা যায়, ‘আপনি কী দেখছেন? একসঙ্গে ক্লাবে চলো। আমাদের ফ্যানেদের জন্য রয়েছে একেবারে ফাটাফাটি ক্লাব।’
View this post on Instagram
কলকাতা ভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি আসন্ন আইপিএলের জন্য নতুন জার্সি প্রকাশ্যে এনেছে। বেগুনি-সোনালি নতুন জার্সি মন ছুঁয়ে গিয়েছে নাইট সমর্থকদের। জার্সি প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো শেয়ার করে কেকেআর। যেখানে নতুন জার্সিতে দেখা যায় আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা ও মনদীপদের।
Making a statement yet again, in Purple & Gold! ??#AmiKKR #KKR #IPL2023 pic.twitter.com/3YsIr4CcCK
— KolkataKnightRiders (@KKRiders) March 25, 2023